আগামী বছর সাতপাকে বাধা পড়তে পারেন রণবীর ও আলিয়া ভাট জুটি। সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যের জন্য তিনি একটি ভার্চুয়াল সাক্ষাৎকার দেন। সেখানে তিনি সাহায্য সংক্রান্ত কথা বলেন সাথে মন খুলে তার অনেক কথা শেয়ার করেন।
সেই ভার্চুয়্যাল সাক্ষাৎকারে রণবীর জানান তার ও তার প্রেমিকা আলিয়া ভাট খুব তারাতারি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন । তিনি আরো বলেন এই বছর করোনা পরিস্থিতির কারণে তারা বিবাহ করেননি। আলিয়াকে অভার আচ্যিভার বলে প্রশংসাও করেন রণবীর কাপুর। রণবীরকে প্রশ্ন করা হলে যে তাহলে তারা কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তখন তিনি জানান আগামী বছরে তিনি ও আলিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা নিয়েছেন।
তিনি আরো জানান গত মার্চ মাস থেকে অতিমারী করোনা পরিস্থিতি শুরু হয়েছিল। সময় টা খুব খারাপ যাচ্ছিল ।গত ৩০ এপ্রিল রনবীর তার বাবা ঋষি কাপুরকে হারিয়েছেন। সেই সময়ের তার বাবার সঙ্গে কাটানো শেষ দিনগুলোর কিছু মুহূর্ত শেয়ার করেন।
তিনি বলেন, বাবার কেমোথেরাপির পর হাসপাতাল থেকে চুপচাপ দুজনে হেঁটে ফিরতেন, সেই কথা মনে পড়ে। মাঝে মাঝে বাবার কথা বলতে গিয়ে রণবীর মাঝে মাঝে আবেগপ্রবণও হয়ে পড়েন। এছাড়া এদিন ভার্চুয়্যাল সাক্ষাৎকারে তিনি জানান, তিনি সাধারণত নিজের মত ঘরে থাকতে ভালোবাসেন।যার ফলে এই গোটা লক ডাউন সময়ে তিনি বোর হননি বাড়িতে ভালো ভাবেই কাটিয়েছেন।
এছাড়া, রণবীর তার নিজের স্বপ্নের চরিত্রের কথাও বলেন। শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবির কথা তার বার বার মনে আসে। কখনও সুযোগ পেলে তিনি, শাহরুখ খান অভিনীত রাজ মালহোত্রার চরিত্রটি করতে চান তিনি।
গত দেড় বছরে তার কোনো সিনেমা বের হয়নি। আসন্ন তার নতুন সিনেমা ব্রহ্মাস্ত্র ও শামশেরার মুক্তির প্রতীক্ষায় রয়েছেন অভিনেতা। এদিকে তার নতুন জীবনে আলিয়ার সাথে ঘর বাঁধতে চান। যা তিনি সাক্ষাৎকারে স্পষ্ট ভাবে জানালেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন