শিরোনাম

প্রচ্ছদ /   হু হু করে রাজ্যে কমছে পেট্রোল ও গ্যাসের দাম দেখেনিন আজকের বাজার মূল্য

হু হু করে রাজ্যে কমছে পেট্রোল ও গ্যাসের দাম দেখেনিন আজকের বাজার মূল্য

Avatar

বুধবার, মার্চ ২৪, ২০২১

প্রিন্ট করুন

গোটা দেশ জুড়ে পেট্রো পণ্য এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ফলে স্বভাবতই প্রচন্ড ক্ষুব্ধ আপামর জনগণ। নতুন বছরের বাজেট প্রকাশের পর থেকে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম যেন পাল্লা দিয়ে বেড়েছে। এমনিতেই দীর্ঘ লকডাউনের প্রভাবে কাজ হারিয়েছে বহু মানুষ আর তার পরে এরকম মূল্য বৃদ্ধির ফলে দেশের মানুষের ক্ষোভ ক্রমেই বেড়েছে।

এবং সেই বৃদ্ধি এতটাই বেশী যে দেশের বেশ কিছু রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁয়েছে। কিন্তু সামনেই ৪ রাজ্যে বিধানসভা ভোট। আর সেই কারণেই বিতর্ক এড়াতে দেশ জুড়ে কিছুটা কমলো পেট্রোল ডিজেলের দাম।

উল্লেখযোগ্য ব্যাপার হলো চলতি বছরের শুরু থেকে পেট্রোল ও ডিজেলের দাম শুধু বাড়তেই থেকেছে কমেনি একদিনও। কিন্তু সামনেই ভোট আসতে বিগত প্রায় ২৫ দিন ধরে দাম বাড়েনি পেট্রোল ডিজেলের। উল্টে আজ কিছুটা দাম কমলো। গোটা দেশ জুড়ে ১৭ থেকে ২৪ পয়সা দাম কমেছে প্রতি লিটারে।

গোটা দেশ জুড়েই দাম কমেছে আজ অর্থাৎ বুধবার আজকে কলকাতা তে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৯১ টাকা ১৮ পয়সা। দিল্লিতে আজ লিটার প্রতি দাম ছিল ৯৯ টাকা ৯৯ পয়সা। এছাড়াও চেন্নাইয়ে আজকে লিটার প্রতি দাম ছিল ৯২ টাকা ৯৫ পয়সা।

এদিন চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলের দাম করছিল সব থেকে বেশি। ২৪ পয়সা কমছিল দাম।দাম কমেছে ডিজেলের ও। বিশ্ব বাজারেও অপরিশোধিত পেট্রোপণ্যের দাম কমেছে বেশ কিছুটা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন