অভিনেত্রী মধুমিতা সরকার কে কে না চেনেন। জনপ্রিয় টিভি সিরিয়ালে চরিত্রের পাখি নামেই তিনি দর্শক দের কাছে বেশি পরিচিত।ইন্সটাগ্রাম র সব সময় হট ছবি শেয়ার করেন তিনি, ফলোয়ার সংখ্যাও বেশ করে ফেলেছেন তিনি।
ইন্সটাগ্রামে তার পোস্ট করা ছবি গুলিতে কখনও হটপ্যান্ট পড়ে কখনও বা গাউন পরে তাকে দেখা যায়।সম্প্রতি মধুমিতা হয়ে উঠেছেন বেশ সাহসী।সম্প্রতি মধুমিতার পোস্ট করা একটি ছবি বেশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।ছবিটিতে মধুমিতা পড়ে আছেন একটি ডিপ নিল রঙের নেক নি লেংথ ড্রেস।এরই সাথে তিনি হাল্কা মেকাপ করেছেন মুখে।
গতবছরই ২৫ শে ডিসেম্বর ই মৈনাক ভৌমিক পরিচালিত ছবি চিনি তে তিনি অভিনয় করেছেন।ছবিটিতে মুখ্য ভুমিকায় অর্থাৎ চিনির চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে।তার মায়ের ভুমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।মুলত মা ও মেয়ের মিস্টি গল্প নিয়ে ছবি ‘চিনি’।
এই ছবিটিতে দেখানো হয়েছে একজন আট পৌরে গৃহবধু কে, যিনি পরবর্তীতে পুরোপুরি পরিবর্তন হয়ে যান।অ্যালকোহলের উপর আশক্তি এবং নিজের মতো করে জীবন কে উপভোগ করতে থাকেন ওই মহিলা,যার ফলে তার মেয়ের মনে নেতিবাচক প্রভাব পড়ে।ছবিটা টেকওভার করে নিয়েছেন মায়ের ভুমিকায় থাকা অপরাজিতা আঢ্য।
অপরাজিতার অভিনয়ের দক্ষতায় ছবিটা পৌঁছে গেছে এক আলাদা লেভেলে।দর্শক দের মনে সেভাবে দাগ কাটতে পারেনি মধুমিতার অভিনয়।এই ছবিটিতে চিনি চরিত্রে প্রেমিকের ভুমিকায় অভিনয় করেছেন অভিনেতা সৌরভ দাস।তিনি নিজের মতো অভিনয় করে যাওয়ার চেষ্টা করেছেন সমগ্র ছবি জুড়ে।ছবির চিত্রনাট্য বড্ড গতানুগতিক হওয়ার কারনে সেভাবে বানিজ্যিক সফলতা পায়নি ছবিটি।
অভিনেত্রী মধুমিতা সরকার সানন্দা টিভির জনপ্রিয় শো সবিনয় নিবেদনে অভিনয় করে দর্শক দের নজর কাড়েন।এরপর স্টার জলসার বোঝে না সে বোঝে না ধারাবাহিকে অভিনয় করে আরও মানুষের কাছে পৌঁছে যায়।এই ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করেন তিনি।এই চরিত্র টি বেশ জনপ্রিয় হয়ে ওঠে।এরপর সিনেমা জগতে ডেবিউ করেন ‘লাভ আজ কাল ‘পরশু ছবির মাধ্যমে।
সম্প্রতি ইন্সটাগ্রাম ভিডিওতে তিনি আই লাভ ইউ বলেছেন। এর থেকে ধারনা করা যায় বসন্তের আগমন তার জীবনেও ঘটে গেছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন