শিরোনাম

প্রচ্ছদ /   আবারো বাড়লো গ্যাসের দাম দেখেনিন কলকাতায় আজকের বাজার মূল্য

আবারো বাড়লো গ্যাসের দাম দেখেনিন কলকাতায় আজকের বাজার মূল্য

Avatar

মঙ্গলবার, মার্চ ২, ২০২১

প্রিন্ট করুন

দিন দিন বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। বছরের শুরুর দিক থেকেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে এমনিতেই নাজেহাল অবস্থায় পড়েছে সাধারণ জনগণ। এরইমধ্যে ক্রমাগত দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের।

ফের গতকাল মধ্যরাত থেকে মূল্যবৃদ্ধি ঘটল এলপিজি সিলিন্ডারের দামে। প্রসঙ্গত চলতি মাসে এর আগেও ১০০ টাকা দাম বেড়েছিল রান্নার গ্যাসের।প্রসঙ্গত জানা গিয়েছে,মার্চের ১ তারিখ অর্থাৎ আজ থেকে আবারো ২৫ টাকা মূল্য বৃদ্ধি ঘটল রান্নার গ্যাসের।

গতকাল সোমবার থেকে কলকাতায় ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়ে দাড়িয়েছে ৮৪৫.৫০ টাকা।এর পাশাপাশি মূল্যবৃদ্ধি ঘটেছে হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারকারী বাণিজ্যিক সিলিন্ডারের দামও।

১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৭.৫০ টাকা বেড়ে হয়ে গিয়েছে ১৬৮১.৫০ টাকা।একদিকে পেট্রোল ডিজেল অপরদিকে রান্নার গ্যাস উভয়েরই উত্তরোত্তর মূল্যবৃদ্ধিতে কিভাবে সংসার চালাবেন সাধারন মানুষ তা নিয়ে সন্ধিহান রয়েছেন বিশেষজ্ঞরা।এখনো পর্যন্ত কেন্দ্র সরকার এই মূল্যবৃদ্ধির কথায় কোনো যোগ্য উত্তর দিতে পারেনি দেশের জনগণকে। ফলস্বরূপ বিরোধীদের জন্য এই মূল্যবৃদ্ধি প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন