শিরোনাম

প্রচ্ছদ /   আন্দ্রে রাসেল সহ যাদেরকে নিয়ে একাদশ সাজালো কলকাতা

আন্দ্রে রাসেল সহ যাদেরকে নিয়ে একাদশ সাজালো কলকাতা

Avatar

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৬, ২০২১

প্রিন্ট করুন

আইপিএলের ২০১৪ আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স অন্যন্য দলের তুলনায় কিছুটা বেশি ক্রিকেটার ধরে রেখে নিজেদের দলে। কেননা এই আসরের পরের আসরে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। সেই আসরে আরও দুটি দল বাড়ার পাশাপাশি ক্রিকেটারের সংখ্যাও বাড়বে। ফলে নতুন আরও ভালো ক্রিকেটার দলে ভেড়ানোর জন্য আগেভাগেই কৌশল শুরু করেছে কিং খানের দলটি।

গত আসরে দলের হয়ে খুব বেশি সুবিধা করতে পারেননি অধিনায়ক দীনেশ কার্তিক। ফলে আসরের মাঝপথে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়ে তা তুলে দেয়া হয় ইয়ন মরগানের হাতে। তবে কার্তিককে ছেড়ে দেয়ার গুঞ্জন শোনা গেলেও তা আর করেনি নাইটরা।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ১৫ কোটি রুপিতে নেয়া বিদেশি প্যাট কামিন্সকে দলে রেখে দিয়েছে শাহরুখ খানের দল। নিলামের জন্য তাকে ছেড়ে না দিয়ে ভরসা করা হয়েছে আগামী আসরের জন্যও।

অন্যদিকে ছেড়ে দেয়া ক্রিকেটারের তালিকাটা কলকাতার বেশ ছোট। অস্ট্রেলিয়ান ক্রিস লিনকে ছেড়ে দিয়েছে তার। এছাড়া গত আসরে খুব বেশি ম্যাচে মাঠে নামতে পারেনি কলকাতার ডেরায় থাকা টম ব্যান্টন। তাই আগামী আসরের জন্যও ব্যান্টনকে ছেড়ে দিয়েছে কলকাতা।

আইপিএলের গত আসরে মুস্তাফিজুর রহমানকে দলে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ার কারনে শেষ পর্যন্ত যেতে পারেননি এই পেসার। আগামী আসরে শেষ পর্যন্ত নিলাম থেকে মুস্তাফিজকে দলে নেয়ার জন্য কি করে কলকাতা তা দেখা যাবে নিলামের দিনই।

এক নজরে দেখে নেয়া যাক কলকাতা নাইট রাইডার্সের রিটেইন করা ও ছেড়ে দেয়া ক্রিকেটারের তালিকা

রিটেইন করা ক্রিকেটারঃ  ইয়ন মর্গান, দীনেশ কার্তিক, নীতিশ রানা, শুভমান গিল, রিঙ্কু সিং, রাহুল ত্রিপাঠি, কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, প্যাট কামিন্স, প্রসিধ কৃষ্ণ, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম স্টাইফার্ট।

ছেড়ে দেয়া ক্রিকেটারঃ টম ব্যান্টন, ক্রিস গ্রিন, নিখিল নাইক, সিদ্ধার্থ এম, সিদ্ধেষ লাড।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন