দেশের বাজারে আবারও কমেছে সোনার দর। বছরের শুরুতে মূল্যবান এই ধাতবের দাম কিছুটা বাড়লেও মাত্র এক সপ্তাহের ব্যবধানেই আবারও কমানো হল দাম।
মঙ্গলবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের বাজারে সব ধরনের সোনায় ভরি প্রতি দাম কমানো হয়েছে ১৯৮৩ টাকা। যা কার্যকর হবে বুধবার থেকে।
সোনার এমন দরপতনের কারন জানাতে গিয়ে বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলিপ কুমার আগারওয়াল জানান, ‘’ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে সোনার দাম কমানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধ করা হলো।‘’
নতুন করে বেধে দেয়া দাম অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ৭২ হাজার ৬৬৭ টাকা। যার পূর্ববর্তী মূল্য ছিল ৭৪ হাজার ৬৫০ টাকা। ২১ ক্যারাটের এক ভরি সোনা কিনতে হলে গ্রাহককে ব্যয় করতে হবে ৬৯ হাজার ৫১৭ টাকা। এই মানের এক ভরি সোনার পূর্বের দাম ছিল ৭১ হাজার ৫০০ টাকা।
নতুন করে বেধে দেয়া দাম অনুযায়ী ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য দাঁড়িয়েছে ৬০ হাজার ৭৬৯ টাকা। পূর্বে যা বিক্রি হয়েছিল ৬২ হাজার ৭৫২ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতিতে তৈরি এক ভরি সোনা হাতবদল হতে ৫০ হাজার ৪৪৭ টাকা খরচ করতে হবে। পূর্বে যার দাম ছিল ৫২ হাজার ৪৩০ টাকা।
উল্লেখ্য, দেশের বাজারে সোনার দর সর্বশেষ বৃদ্ধি করা হয়েছিল গত ৫ জানুয়ারি। বাজুসের তরফ থেকে দেয়া সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৯৮৩ টাকা করে। সব ধরনের সোনায় এমন মূল্য বৃদ্ধি কার্যকর হয়ে আসছিল জানুয়ারির ৬ তারিখ থেকেই। তবে সপ্তাহ না ঘুরতেই আবারও দরপতন হল মূল্যবান এই ধাতবটির।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন