কুসুম শিকদার একজন বাংলাদেশি অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী। ২০০২ সালে তিনি লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ২০১০ সালে ইমপ্রেস টেলিফিল্ম এর ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রের অভিনয়ের মধ্য দিয়ে কুসুমের বড় পর্দায় আগমন ঘটে। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘লাল টিপ’-এর জন্য তিনি মেরিল-প্রথম আলো শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী পুরস্কার লাভ করেন। তার অভিনীত চলচ্চিত্র শঙ্খচিল-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সম্প্রীতি ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার তারকা নয়নশীল নয়নশীল ও কুসুম শিকদার এর কন্ঠে গান ‘তোমায় হৃদ মাঝারে’ সম্প্রচার শুরু হয়েছে মাছরাঙ্গা টেলিভিশন ইউটিউব চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশন এবং ম্যাজিক বাউলিয়ানা এবং ম্যাজিক বাউলিয়ানা ফেসবুক পেইজে।গানটিকে ফেইসবুকে ২দিনে ইতিমধ্যে ৭লাখ মানুষ দেখেছে।
কুসুম শিকদার কন্ঠে শুনে মুগ্ধ হয়ে পূর্ণিমা তার ফেইসফুক টাইমলাইনে শেয়ার করেছেন।
#বাউলিয়ানা
ম্যাজিক বাউলিয়ানা ২০১৯: সম্প্রচারিত শুরু হয়েছে বিজয়ী ৫ জনের মিউজিক ভিডিও
দেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা, শুরু হয়েছিলো এর তৃতীয় আসর।বাংলার বাউল গান দিয়ে সারা বিশ্ব মাতাতে সান ফাউন্ডেশনের এই উদ্যোগে পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আর আয়োজনে মাছরাঙ্গা টেলিভিশন।
২৬ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেছিলেন সারাদেশের ৪২ হাজারেরও বেশি প্রতিযোগী। সেখান থেকে সারাদেশে দীর্ঘ অডিশন ও সিলেকশন এর মাধ্যমে মূল রাউন্ডে এসেছিলেন সেরা ২৬ জন।
বিচারকদের বিচারে একে একে পাওয়া যায় সেরা ৫ প্রতিযোগীকে। তারা হলেন লালমনিরহাটের সিরাজাম মুনিরা পাখি, কুষ্টিয়ার ইতি ইব্রাহিম, রাজবাড়ীর সোহেল ভেড়ো, টাঙ্গাইলের পলাশ চন্দ্র শীল এবং চট্টগ্রামের নয়ন শীল। চ্যাম্পিয়ন বাছাই এর প্রাক্কালে সারাবিশ্বে শুরু হয় কোভিড-১৯ এর প্রকোপ।
এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের বিচক্ষণ বিবেচনায় আড়ম্বরপূর্ণ গ্র্যান্ড ফিনালে আয়োজন করা সম্ভব হয়নি। বিগত ২২ অক্টোবর মাছরাঙ্গা টেলিভিশনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাজিক বাউলিয়ানা ২০১৯ এর বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় একজনকে নয়, সেরা পাঁচের সবাইকে। প্রত্যেকের হাতে তুলে দেয়া হয় আড়াই লক্ষ টাকার প্রাইজ মানি এবং পাঁচজনের আলাদা আলাদা মিউজিক ভিডিও নির্মাণ করে টিভি ও ইউটিউবে সম্প্রচার করার ঘোষণা দেয়া হয়।
মিউজিক ভিডিওতে ইতি ইব্রাহিমের সাথে গান গেয়েছেন এবং অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিরাজাম মুনিরা পাখির সাথে ফজলুর রহমান বাবু, সোহেল ভেডোর সাথে তারিন, পলাশ চন্দ্র শীল এর সাথে মেহের আফরোজ শাওন, নয়ন শীল এর সাথে কুসুম শিকদার এর মত জনপ্রিয় তারকারা।
গত ১৮ জানুয়ারি থেকে প্রতি সোমবার সন্ধ্যা ৬:৫০ মিনিটে মিউজিক ভিডিও সম্প্রচার শুরু হয়েছে মাছরাঙ্গা টেলিভিশন ইউটিউব চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশন এবং ম্যাজিক বাউলিয়ানা এবং ম্যাজিক বাউলিয়ানা ফেসবুক পেইজে।
ম্যাজিক বাউলিয়ানা সম্পর্কে আরো জানতে ভিজিট করুন ম্যাজিক বাউলিয়ানা এর ওয়েবসাইটে
(www.magicbauliana.com.bd), ফেসবুক পেইজ (www.facebook.com/magic.bauliana) অথবা ফোন করুন টোল ফ্রি নম্বর ০৮০০০৮৮৮০০০ ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন