শিরোনাম

প্রচ্ছদ /   মানুষের সেবা করতে নিজের সম্পত্তি বিক্রি করছেন সোনু সুদ

মানুষের সেবা করতে নিজের সম্পত্তি বিক্রি করছেন সোনু সুদ

Avatar

বৃহস্পতিবার, ডিসেম্বর ১০, ২০২০

প্রিন্ট করুন

এখন চারিদিকে একটাই নাম বলিউড অভিনেতা সোনু সুদ। করোনা আবহ থেকে মুম্বাইয়ে পরিযায়ী যাত্রী ফেরানোয় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। কখনো একটি দুঃস্থ শিশুর অপারেশনের সম্পূর্ণ দায় ভার নিয়েছেন। কখনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কখনো তিনি দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার সাহায্যার্থে স্কলারশিপ দিয়েছেন।

কখনো দুঃস্থ পড়ুয়াকে অনলাইন ক্লাস করানোর জন্য সামগ্রী পাঠিয়েছেন। কারো পরিবারে কেউ অসুস্থ হলে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নির্ধিতায়। সিনেমা জগতে তার রোল যাই থাকুক তিনি রিয়েল লাইফ হিরো ।

ইতিমধ্যে মানুষের পাশে দাঁড়াতে সোনু সুদ তার প্রায় ১০ কোটির টাকা সাহায্য করবেন। অনেকে এই করোনা পরিস্থিতির মধ্যে সাহায্য করা নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন, কেউ কেউ প্রশ্ন করেছিলেন তিনি এই বিপুল পরিমাণ অর্থ কোথায় পাচ্ছেন।

তিনি এই প্রশ্নের উত্তর না দিয়ে মুচকি হেসে এড়িয়ে গেছিলেন। কিন্তু এই বলিউডের খলনায়ক রিয়েল লাইফ এ হিরো। সেটা বুঝতে অনেকে ভুল করেছিলেন। তিনি তার জুহুর আটটি সম্পত্তি বন্দক দিয়ে তার প্রায় ১০ কোটি টাকা অর্থ জনগণের স্বার্থে সাহায্যে ব্যাবহার করবেন।

শোনা গিয়েছে, জুহুর শিব সাগর CGHS-এর গ্রাউন্ড ফ্লোরে ছ’টি ফ্লোর কেনা রেয়েছ সোনুর। তার পাশাপাশি রয়েছে গ্রাউন্ড ফ্লোরে দু’টি দোকান রয়েছে। ইসকন মন্দিরের কাছে এবি নায়ার রোডে অবস্থিত সম্পত্তিগুলি সোনু ও তাঁর স্ত্রী সোনালির নামে রয়েছে। এর বিনিময়েই ১০ কোটি টাকা ঋণ নিয়েছেন সোনু।

গত ২৪ নভেম্বর নাকি এর জন্য ৫ লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফি-ও দেওয়া হয়েছে। সেই সূত্রেই এই খবর প্রকাশ্যে এসেছে বলে মনে করা হচ্ছে। সোনুর টাকার উৎসের সন্ধানে নেটদুনিয়ার অনেকেই মগজাস্ত্র খাটানোর চেষ্টা করেছিলেন। এই খবর সত্যি হলে তাঁরা নিশ্চিতভাবে করোনা কালে মধ্যে তার সম্পত্তির হিসেবে পেয়ে যাবেন বলে মনে করছেন তার অনুরাগীরা। অবশ্য, তিনি নিন্দুকদের কথায় কান দেননি। তিনি বর্তমানে মানুষের পাশে সাহায্য করতে ব্যস্ত। তিনি এই ভাবেই সকলের পাশে আগেও দাড়িয়েছেন এখনও দাঁড়াবেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন