শিরোনাম

প্রচ্ছদ /   যে কারনে রাহুলকে বিগ বস থেকে বের করে দিলেন সালমান

যে কারনে রাহুলকে বিগ বস থেকে বের করে দিলেন সালমান

Avatar

রবিবার, ডিসেম্বর ৬, ২০২০

প্রিন্ট করুন

অভিনেতা সলমন খান সঞ্চালিত কালারস টিভিতে অনুষ্ঠিত জনপ্রিয় মেগা রিয়েলিটি শো “বিগ বস” সিজন ১৪’ এ শুরু থেকেই বেশ সরগরম হচ্ছে ।বিগ বসের ঘরে গায়ক রাহুল বৈদ্য কখনো গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানুকে নিয়ে পূর্বে নেপোটিজম তকমা দিয়ে সমালোচনার ঝড় তোলেন। রাহুল বৈদ্য বলেন যে বাবার তৈরী করা জায়গায় যে কেউ দাঁড়াতে পারে বলে কটাক্ষ করেন জন কুমার শানুকে। কিন্তু আদপে জান কুমার শানু তার নিজের দক্ষতায় গানের জগতে ধীরে ধীরে উঠে এসেছেন। নেপটিজম তকমা নিয়ে সঞ্চালক সলমন খান প্রতিযোগী গায়ক রাহুল বৈদ্যকে সাবধান করেন ব্যাক্তিগত আক্রমণ করা থেকে ।

এরপরে রাহুল বৈদ্য একের পর এক কাজ করে চলেছেন যা সঞ্চালকের একদম পছন্দ হচ্ছে না। এদিন সোজাসুজি সলমন খান রাহুল কে বলেন “বাড়িতে থাকার ইচ্ছে নেই? তাহলে বেরিয়ে যান রাহুল।” গায়ক রাহুল বৈদ্যকে নিজের যু্ক্তি দেওয়ার সুযোগও দিলেন না তিনি।বর্তমানে বিগ বসের সিজন ১৪ এর শেষ পর্যায়ে চলে এসেছে। এই সিজনের ফাইনালে মোট তিনজন প্রতিযোগী যেতে পারবেন। সিজন ১৪ ফাইনালে ইতিমধ্যেই এজাস খান ও অভিনব শুক্লকে চূড়ান্ত প্রতিযোগী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

বাকি থাকলো একজন। তাকে বাছাই করা নিয়ে চলছে চূড়ান্ত প্রতিযোগিতা।কিন্তু হটাত রাহুলের ওপর রাগ বা পছন্দ না করার কারণটা কী তা নিয়ে চলছে জর জল্পনা নেটিজেন ও বিগ বসে দর্শকদের মধ্যে।কারণ হিসবে ধারণা করা হচ্ছে, রাহুল বৈদ্যর মধ্যে প্রতিযোগিতায় চরম উৎসাহের অভাব লক্ষ করেছেন সঞ্চালক সলমন খান। আর সেই কারণেই তিনি রাহুলকে প্রশ্ন করলেন, ‘‘আপনি কি বিগ বসের ঘরে আর থাকতে চান না?’’ রাহুলের ‘না’ সূচক উত্তরে রেগে গেলেন সলমন। রাহুল তাঁর যুক্তি শোনার জন্য অনুরোধ করলেন।

কিন্তু না, সলমন কোনও কথা শুনতে চাইলেন না। হাত দেখিয়ে বলে দিলেন, ‘বেরিয়ে যান রাহুল।’ তার পর সোজা হেঁটে চলে গেলেন মঞ্চ ছেড়ে। হতভম্ব হয়ে গেলেন বাকি প্রতিযোগীরা। এভাবে সলমনকে রেগে যেতে বা কাউকে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য বলতে দেখা যায়নি খুব একটা। কিন্তু হঠাত এইরকম ব্যাপার দেখে নানা চিন্তা ও জল্পনা চলছে। তাহলে কি রাহুল চলে যাবেন বিগ বসের ঘর ছেড়ে। কে হবেন ফাইনালে ওঠা তৃতীয় প্রতিযোগীতা নিয়ে জল্পনা তুঙ্গে বিগ বস ফ্যান ও নেটিজেন মহলে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন