শিরোনাম

প্রচ্ছদ /   এইমাত্র পাওয়াঃ অবশেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

এইমাত্র পাওয়াঃ অবশেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

Avatar

রবিবার, জানুয়ারী ১৭, ২০২১

প্রিন্ট করুন

অবশেষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সুখবর মিলেছে। আগামী ফেব্রুয়ারি মাসেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে যাচ্ছে এমন আভাস মিলেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডের সূত্রের খবর অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে এমনটা জানা গেছে।

দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুললেও অগ্রাধিকার দেয়া হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদেরকে। রবিবার (১৭ জানুয়ারি)  মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও শুরুতে পুরোদমে ক্লাস চালু হবে না।

তার ভাষ্য, ‘’শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কাজ শুরু করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে ফেব্রুয়ারির শুরুতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। তবে শুরুতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও সকল শিক্ষার্থীর ক্লাস শুরু করা হবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের আংশিক আকারে ক্লাস নিয়ে সিলেবাস শেষ করা হবে।‘’

অন্যদিকে ভিন্ন একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে আরও জানানো হয়েছে চলমান ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত হলেও কোনোভাবেই আর ছুটি বাড়ানো হবে না। মউশির ওই সূত্রটি জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর নতুন করে বাড়ানো হবে না, আগামী মাসের (ফেব্রুয়ারি) শুরু থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে ফেব্রুয়ারি থেকে সকল শিক্ষার্থীর ক্লাস শুরু হবে না। এ ক্ষেত্রে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করতে ক্লাস শুরু করা হবে। ধাপে ধাপে অন্যান্য শ্রেণির ক্লাস শুরু করা হবে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর মানবিক, ব্যবসায় এবং বিজ্ঞান এইই তিন বিভাগের মধ্য থেকে একটি বিভাগ করে আলাদাভাবে প্রথমে ক্লাস নেয়া হবে। সেই মোতাবেক প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর তরফ থেকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ঘোষণা অনুযায়ী ১৬ জানুয়ারি থেকে ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৩০ জানুয়ারি পর্যন্ত। তবে সূত্রের দেয়া খবর শেষ পর্যন্ত ঠিক থাকলে হয়ত ফেব্রুয়ারির শুরু থেকেই আবারও শিক্ষার্থীরা ফিরতে পারবেন ক্লাসে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন