মাত্রই বাংলা ক্যালেন্ডারে এসেছে মাঘ মাস। শীত ঋতুর দ্বিতীয় মাসে এসে নতুন করে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে। যে অঞ্চলের উপরে শৈত্যপ্রবাহ নেই সেই অঞ্চলগুলোতেও শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। শীতের এমন তীব্রতার মধ্যেও নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে চলমান এই শৈত্যপ্রবাহ শেষে আগামী ৪ দিনের মধ্যে দেখা যেতে পারে বৃষ্টিপাত। অর্থাৎ শীতের তীব্রতা যে আরও করে কয়েকগুণ বেড়ে যেতে পারে এমন আশংকা প্রকাশ করা হচ্ছে।
অন্যদিকে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, বগুড়া, নওগাঁ ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সিনপটিক অবস্থা বিশ্লেষণ করে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি উত্তরাঞ্চলের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্য জায়গায় তা অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রাজধানী ঢাকা এবং এর আশেপাশের অঞ্চলের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও আকাশ মেঘলা থাকতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আরও জানানো হয়েছে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। এসময় উত্তর এবং উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন