শিরোনাম

প্রচ্ছদ /   এইমাত্র পাওয়াঃ ফের যতদিন বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

এইমাত্র পাওয়াঃ ফের যতদিন বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

Avatar

মঙ্গলবার, ডিসেম্বর ২৯, ২০২০

প্রিন্ট করুন

আবারও বাড়তে যাচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। চলমান ছুটি ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত থাকলেও সেটা আরও এক দফা বেড়ে ফেব্রুয়ারি পর্যন্ত যেতে পারে এমনটা আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সভায় যোগ দিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী ফেব্রুয়ারি কিংবা মার্চে ক্লাস শুরু হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘’যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ক্লাস হতে পারে। এ সময়ে পিছিয়ে পড়া সিলেবাস শেষ করা হতে পারে। সিলেবাস ছোট করার কাজ চলছে। ১৫ জানুয়ারির মধ্যে বিস্তারিত জানানো হবে।‘’

এদিকে জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে দেয়া হবে এইচএসসির ফলাফল। পূর্বের ফলাফলের উপর ভিত্তি করে ফলাফল প্রদান করে হলে এতে যদি কোনো শিক্ষার্থী সংক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে আপিল করারও সুযোগ থাকবে।

এ ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ‘’২০২০ সালেল এইচএসসির ফলাফল নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে আপিল করা যাবে। এছাড়া এইচএসসির ফল ঘোষণার জন্য বিশেষ অধ্যাদেশ জারি করতে হবে। ফলাফল প্রস্তুতের জন্য ইতোমধ্যে ৮ সদস্যের পরামর্শক কমিটি টিমে কাজ করছে।‘’

মহামারী করোনা ভাইরাসের কারনে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে গত মার্চ মাস থেকেই। একের পর এক ছুটি বর্ধিত করার ঘোষণায় শিক্ষার্থীরা যেতে পারছেন না ক্লাসে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবকিছুই বন্ধ থাকার কারনে দেশের শিক্ষা খাতে যেন নেমে এসেছে যেন এক ভয়াবহ বিপর্যয়।

সম্প্রতি ইউজিসির পক্ষ থেকে অবশ্য সবুজ সংকেত মিলেছে বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাস্থ্যবিধি মেনে ফাইনাল পরীক্ষা নেয়ার। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলোতে ইতোমধ্যে শুরু হয়ে গেছে ফাইনাল পরীক্ষা।

দেশের অন্যান্য সকল খাত সম্পূর্ণ চালু রেখে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পক্ষে নন বিশিষ্টজনরা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পক্ষে অনেকেই মতামত দিয়েছেন। শেষ পর্যন্ত কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠানের তালা খোলা হয় সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন