শিরোনাম

প্রচ্ছদ /   এইমাত্র পাওয়াঃ আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচী জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

এইমাত্র পাওয়াঃ আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচী জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

Avatar

বুধবার, ডিসেম্বর ৩০, ২০২০

প্রিন্ট করুন

২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষার সময় জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এসএসসি পরীক্ষা এবং এরপর জুলাই-আগস্টে অনুষ্ঠিত হতে পারে এইচএসসি পরীক্ষা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) পাঠ্যপুস্তক বিতরণী সম্পর্কিত এক ভার্চুয়াল সভায় যোগ দেন শিক্ষামন্ত্রী দিপু মনি। এই আলোচনা সভায় যোগদান করে তিনি জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হলে সীমিত আকারে ক্লাস চালু রেখে তারপর জুনে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা।

শুধু তাই নয়, করোনা পরিস্থিতি বিবেচনা করে জুলাই-আগস্ট মাসের দিকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমনটাও জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘’ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হলে আগামী বছরের জুনে এসএসসি ও সমমান পরীক্ষা নেয়া হবে। এরপর জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে। তবে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করে ক্লাস বসিয়ে তা পড়ানো হবে।‘’

মহামারী করোনা ভাইরাসের কারনে গত মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে ক্লাসে যেতে পারেনি শিক্ষার্থীরা। অনলাইন কিংবা টেলিভিশনের মাধ্যমে ক্লাস চালু রাখলেও সেটা যে অপর্যাপ্ত ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না।

২০২০ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদেরকে অটোপাস দেয়া হলেও আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পরীক্ষার ব্যাপারে প্রস্তুতি নিতেও জানান শিক্ষামন্ত্রী। প্রস্তুতির অংশ হিসেবে ক্লাসে বসেই সিলেবাস শেষ করার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন,

‘’আগামী বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হয়েছে। এর মাধ্যমে ক্লাসরুমে বসিয়ে শিক্ষার্থীদের অসমাপ্ত সিলেবাস শেষ করে একটি প্রস্তুতিমূলক পরীক্ষা নেয়া হবে। তার মধ্যে এ দুই স্তরের পরীক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে।‘’

উল্লেখ্য, বেশ কয়েক দফায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করার পর শিক্ষা মন্ত্রীর কথায় আবারও আভাস মিলেছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত হবার। হয়ত সেটা যেতে পারে ফেব্রুয়ারি পর্যন্ত।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন