শিরোনাম

প্রচ্ছদ /   নামমাত্র শর্তে যেভাবে ৫০০টাকা করে জমায় হবেন কোটি টাকার মালিক

নামমাত্র শর্তে যেভাবে ৫০০টাকা করে জমায় হবেন কোটি টাকার মালিক

Avatar

শনিবার, ডিসেম্বর ২৬, ২০২০

প্রিন্ট করুন

স্বল্প আয় করে কোটিপতি হতে কে না চায়! জীবনের শেষ সময়ের সঞ্চয়টুকু জমিয়ে রেখে ব্যাংক থেকে প্রাপ্ত মুনাফা দিয়ে বাড়তি আয় করে থাকেন অধিকাংশ মানুষ। দেশের সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে ভিন্ন ভিন্ন ধরনের মুনাফা প্রদান করা হয়ে থাকে। ফিক্সড ডিপোজিট স্কিম কিংবা মাসিক কিস্তিতে দেয়া স্কিমে নির্দিষ্ট মেয়াদ শেষে মিলে মোটা অঙ্কের লাভ। ফলে দুই ধরনের স্কিমেই মানুষের আগ্রহ দেখা গিয়েছে।

এবার জেনে নেয়া যাক দেশের কোন ব্যাংকগুলো সর্বোচ্চ মুনাফা প্রদান করে থাকে

ঢাকা ব্যাংক লিমিটেড: বেসরকারি এইং ব্যাংকটিতে ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ বছর মেয়াদে মাসিক কিস্তিতে ডিপিএস করার সুযোগ রয়েছে। ৫০০, ১০০০, ১৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০০ টাকা পর্যন্ত কিস্তি দেয়া যাবে। এ ব্যাংক থেকে প্রাপ্ত সুদের হার হল, শতকরা ৬, ৭, ৮, ৮.৫, ৮.৭৫, ৯ ও ৯.৫ টাকা। এফডিআর করতে পারবেন ৩ ও ৬ মাস এবং ১ বছর মেয়াদে। এক্ষেত্রে সুদের হার ধরা হবে, যথাক্রমে শতকরা ৬, ৮ ও ৮.৫ টাকা।

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড: এই ব্যাংকে ডিপিএস করা যাবে ৩, ৫, ৮ ও ১০ বছর মেয়াদে। মাসিক কিস্তি দেয়া যাবে ৫০০, ১০০০, ১৫০০, ২০০০, ২৫০০, ৩০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত। সুদ মিলবে ৭.৫ শতাংশ। ৩ ও ৬ মাস এবং ১ বছর মেয়াদি এফডিআর করলে সুদ পাওয়া যাবে শতকরা ৮ টাকা।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড: মাসিক কিস্তি ৫০০ থেকে ১০০০, ২০০০, ৫০০০ ও ১০০০০ টাকা দিয়ে ডিপিএস করা যাবে এই ব্যাংকে। ৩, ৬, ৮ ও ১০ বছর পর্যন্ত মেয়াদ থাকবে এক্ষেত্রে। ৭.৭৫ থেকে ৯.৫ টাকা পর্যন্ত মিলবে সুদ। ন্যাশনাল ব্যাংক লিমিটেডে এফডিআর আছে ৩ ও ৬ মাস এবং ১ বছর মেয়াদে। এফডিআরে সুদের হার ধারাবাহিকভাবে শতকরা ৭.৭৫, ৮, ৮.২৫, ৮.৫ ও ৮.৭৫ টাকা।

আইএফআইসি: ৫০০ টাকা থেকে এর গুণিতক এবং সুদের হার শতকরা ৯.৫ টাকা নির্ধারন করা হয়ে থাকে এই ব্যাংকে। ৩ ও ৬ মাস এবং ১ বছর মেয়াদে এফডিআরে সুদ মিলবে শতকরা ৮.২৫, ৯, ৯.২৫ ও ৯.৫ টাকা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক: এ ব্যাংকে ডিপিএসে মাসিক কিস্তি আছে ৫০০, ১০০০, ৫০০০, ১০০০০, ১৫০০০ ও ২৫০০০ টাকা। মেয়াদকাল আছে ৫ ও ১০ বছর। সুদের হার শতকরা ৯ টাকা। এফডিআরের মেয়াদকাল ৩ ও ৬ মাস এবং ১ বছর এবং সুদের হার সব ক্ষেত্রে ৮.৫ টাকা।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড: ২৫০, ৫০০, ১০০০, ১৫০০, ২৫০০ ও ৫০০০ টাকা মাসিক কিস্তিতে ডিপিএস করলে ৫, ৮ ও ১০ বছর মেয়াদে সুদ মিলবে শতকরা ৮ থেকে ৯.২৫ টাকা পর্যন্ত। ১, ৩-৯ মাস এবং ১ বছর মেয়াদে এফডিআরে সুদের হার ৭, ৯ ও ৯.২৫ টাকা পর্যন্ত।

সোনালী ব্যাংক লিমিটেড: মাসিক কিস্তি আছে ৫০০, ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০ থেকে সর্বোচ্চ ১০০০০ টাকা। ৮.৫০ টাকা হারে সবগুলোই ৫ বছর মেয়াদি। এছাড়া এফডিআরে ৩ ও ৬ মাস এবং ১ ও ২ বছর মেয়াদে সুদ মিলবে ৭.২৫, ৭.৫, ৮ ও ৮.২৫ টাকা।

জনতা ব্যাংক লিমিটেড: ৪ থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে মাসিক কিস্তি ২০০ থেকে ৫০০০ টাকা দিয়ে ডিপিএস করা যাবে এই ব্যাংকে। শতকরা ৮ টাকা থেকে ক্ষেত্রে বিশেষে ৯ টাকাও সুদ পাওয়া যাবে। অন্যদিকে এফডিআরে ৩ ও ৬ মাস এবং ১ বছর মেয়াদে সুদ শতকরা ৭, ৭.৫, ৭.৭৫ ও ৮ টাকা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক:  ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৮ ধরনের মাসিক কিস্তি সুবিধা রয়েছে। ১০০ টাকা থেকে শুরু করে ২৫০, ৫০০, ১০০০, ১৫০০, ২০০০, ২৫০০ এবং সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত। ৫, ৮ ও ১০ বছর মেয়াদে মুনাফা শতকরা ৯ থেকে ১০ টাকা পর্যন্ত। ১, ৩ ও ৬ মাস এবং ১ বছর মেয়াদি এফডিআরে মুনাফা পাবেন ৭.৫, ৯, ৯.২৫ ও ৯.৫ টাকা হারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন