পুজোর সময় থেকে শ্রাবন্তী ও রোশনের মধ্যে কথা বলা বন্ধ, তারা নাকি আলাদা থাকছেন। শ্রাবন্তী ও রোশন একে অপরকে সোশ্যাল হ্যান্ডেলে নিজেদেরকে আনফলো করেছেন। তাদের সোশ্যাল হ্যান্ডেল থেকে একে অপরের ছবি সরিয়ে দিয়েছেন।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টলিপাড়ায় ব্যাপক হৈ চৈ হয়েছে। নেটিজেন মহলে বার বার শ্রাবন্তী ও রোশনের বিবাহ বিচ্ছেদ এর গুজব শোনা গেছে।
কিন্তু এবার রোশনের একটি ছবি পোস্ট করা নিয়ে আবার শুরু হলো নেটিজেন দের মধ্যে শোরগোল। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে রোশন একটি ছবি পোস্ট করেন। সেই ছবি দেখা যাচ্ছে একটি কলেজে একদিকে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ছবি অন্যদিকে রোশনের নিজের ছবি। সাথে নো ক্যাপশন বলে মন্তব্য করেছেন তিনি ওই ছবির পোস্টে। আর এর পর থেকেই তুমুল শোরগোল বেধে যায় নেটিজেনদের মধ্যে।
গত জুন মাসের বান্দ্রার নিজের ফ্ল্যাটে মা রা যাওয়া অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতা সুশান্ত সিংকে। বর্তমানে অভিনেতা সুশান্ত সিংয়ের না ফেরার রহস্যের তদন্ত চলছে। সাথে তদন্ত করতে গিয়ে উঠে এসেছে আর নানা খারাপ কাজের যোগের মতো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এনিয়ে এখনও তদন্ত চলছে ।
এদিকে, শ্রাবন্তী ও রোশনের মধ্যে কথা বন্ধ এমনকি, আগের গুলোর মত তৃতীয় বিয়ে কি ভেঙ্গে যাবে এই নিয়ে নেটিজেন মহলে চর্চার শেষ নেই। কয়েকদিন আগে রোশন একাকী পাহাড়ে ঘুরতে গেছেন। এই নিয়ে নানা কথা শোনা যায়।
মাস খানেক আগে মধ্যম গ্রামে শ্রাবন্তী তার দ্বিতীয় সন্তান বলে দাবি করেছেন একটি সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন জিম সেন্টার খুলেছেন। সেখানে সবাই উপস্থিত থাকলেও ছিলেন না তার স্বামী রোশন। শ্রাবন্তী তার কর্ম জীবন নিয়ে ব্যাস্ত। কয়েকদিন আগে একটি টিভি চ্যানলে তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি ব্যাপারটি এড়িয়ে যান। রোশন ও তার কর্মজীবনে ব্যাস্ত।
বর্তমানে হঠাত রোশনের এই ছবি পোস্ট করা নিয়ে নেটিজেনদের মধ্যে চরম শোরগোল হচ্ছে। যদিও এই বিষয়ে রোশন বা শ্রাবন্তী এখনও কেউ কিছু বলেননি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন