শিরোনাম

প্রচ্ছদ /   ১১ অঞ্চলে বইছে শৈত্য প্রবাহ সতর্ক করে যা জানালো আবহাওয়া অফিস

১১ অঞ্চলে বইছে শৈত্য প্রবাহ সতর্ক করে যা জানালো আবহাওয়া অফিস

Avatar

রবিবার, ডিসেম্বর ২০, ২০২০

প্রিন্ট করুন

গত কয়েকদিন শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও এবার বাড়তে শুরু করেছে শীত। ইতোমধ্যে দেশের বেশ কিছু অঞ্চলের পর দিয়ে বয়ে যেতে শুরু করেছে তীব্র শৈত্য প্রবাহ।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার খবর জনাতে বিজ্ঞপ্তি দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে সিনপটিক অবস্থা বিশ্লেষণ করে বলা হয়, ”উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকার উত্তরপশ্চিমাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

একই বিজ্ঞপ্তিতে আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

দেশের ১১ অঞ্চলে শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার খবরও জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, বরিশাল এবং ভোলা অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে দেশের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা আবারও হ্রাস পাওয়ার কথাও জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সারা দেশে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাজধানী ঢাকা এবং এর আশেপাশের অঞ্চলে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সকাল ৬ টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন