শিরোনাম

প্রচ্ছদ /   বড় ধরনের শৈত্য প্রবাহের আভাস যেসব অঞ্চলে ভয়াবহ সতর্কতা দিল হাওয়া অফিস

বড় ধরনের শৈত্য প্রবাহের আভাস যেসব অঞ্চলে ভয়াবহ সতর্কতা দিল হাওয়া অফিস

Avatar

সোমবার, নভেম্বর ৩০, ২০২০

প্রিন্ট করুন

কাগজে কলমে এখনও শীতকাল না আসলেও প্রকৃতিতে এসেছে শীত। কুয়াশার চাদরে গোটা দেশ মুড়ে থাকতে দেখা যাচ্ছে প্রতিদিনই। সেই সাথে তাপমাত্রার পারদও দিন দিন নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গে তাপমাত্রা ঘুরাফেরা করছে ১০ ডিগ্রির কাছাকাছি।

দিনের বেলা কিছুটা স্বাভাবিক অবস্থা বিরাজ করলেও সূর্যের বিদায়ে তাই ঠাণ্ডা বেশ ভালোই কাঁপুনি দিচ্ছে। এরই মধ্যে বড় ধরনের শৈত্য প্রবাহের আভাস দিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর।

ধারনা করা হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে বড় ধরনের শৈত্য প্রবাহ দেখা দিতে পারে। এক্ষেত্রে শুধু একটি নয় দেখা যেতে পারে একাধিক শৈত্য প্রবাহ। শীতের প্রকোপ লক্ষ করা যায়, গতকাল (২৯ নভেম্বর) উত্তরবঙ্গের তাপমাত্রা বিশ্লেষণ করলেই। গতকাল দেশের সর্বনিম্ন মাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেতুলিয়ায়।

শৈত্য প্রবাহের আভাস জানিয়ে আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ”উত্তরের বাতাস তীব্র না হওয়াতে রাতের বেলা শীত অনুভূত হলেও এখনো দিনের বেলা সূর্যের তাপের কারণে কম অনুভূত হচ্ছে। তবে ডিসেম্বর মাসে শীতের তীব্রতা বাড়বে এবং এক বা একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিসেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে ধীরে ধীরে তাপমাত্রা কমবে।”

এদিকে সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থান বিশ্লেষণ করে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থা করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এছাড়া একই বিজ্ঞপ্তিতে আবহাওরা পূর্বাভাস জানিয়ে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যেতে পারে। এছাড়া দিন এবং রাতের তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না বলেও উল্লেখ করা হয় এই বিজ্ঞপ্তিতে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন