শিরোনাম

প্রচ্ছদ /   বঙ্গবন্ধু লীগের মাঝ পথে যে দলের হয়ে ডাক পাচ্ছে মাশরাফি

বঙ্গবন্ধু লীগের মাঝ পথে যে দলের হয়ে ডাক পাচ্ছে মাশরাফি

Avatar

সোমবার, নভেম্বর ৩০, ২০২০

প্রিন্ট করুন

বৃদ্ধাঙ্গুলি তে চোট পেয়েছে মমিনুল হক। ধারনা করা হচ্ছে ছিটকে যাবেন প্রায় ৪ সপ্তাহের জন্য। তার মানে এই পুরো টুর্নামেন্ট থেকেই তার বিদায় বলেই ধরে নেয়া যায়। যদি তার বিদায় হয়েই যায় তবে প্রশ্ন হলো তার জায়গায় দলে আসবে কে?

একটা গুঞ্জন ছিল সুস্থ হয়ে মাশরাফির এই টুর্নামেন্টে ফেরার, তবে সুযোগ হয়নি।কারন এক দলে সর্বোচ্চ ১৬ জন করে খেলোয়াড় থাকতে পারবে এবং সেভাবেই ড্রাফট শেষ হয়েছিল। ৫ দলে ১৬ জন করে মোট ৮০ জন প্লেয়ার দল পেয়েছিল বাকি ৭৭ জন অবিক্রিত থেকেছিল।

যদিও বিক্রিত বা অবিক্রিত কোন জায়গায়ই ছিলেন না মাশরাফি। ইঞ্জুরির জন্য ধারনা করা হচ্ছিল খেলতে পারবেন না তিনি। তবে তিনি নিজে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন খেলার জন্য।তাই তো প্রতিনিয়ত বাড়িতে জিম করে গেছেন নিজের ফিটনেস ফেরত পাওয়ার জন্য।সেই লক্ষ্যে তিনি সফলই বলা চলে। এখন তিনি ইঞ্জুরি আশংকা থেকে মুক্ত।

মমিনুল হকের ইঞ্জুরিই কি তবে খুলে দিবে মাশরাফির ভাগ্য? এখন প্রশ্ন হয়ত সেটাই। এখানে দেখার বিষয় তারা কি সিদ্ধান্ত নেয়। তারা যদি এখন চায় মাশরাফিকে তবে তারা মাশরাফি কে নিতে পারবে কারন তাদের দলে এখন ১৫ জন হয়ে গেছে, যেহেতু মমিনুল ইঞ্জুরি।

তবে এটাই একমাত্র সুযোগ মাশরাফির মাঠে ফেরার। তবে আরেক মহল বলছে মমিনুলের বদলে ব্যাটসম্যান নেয়ার কথা। সে ক্ষেত্রে কোন ব্যাটসম্যান আসতে পারে?হতে পারে অভিজ্ঞ শাহরিয়ার নাফিজের ফেরত আসা, তবে সেই সম্ভবনা খুবই ক্ষীণ। কারন তারা এমনিতেই গড়েছে তারুন্য নির্ভর দল, এই যুক্তিতে মাশরাফির ফেরারও সম্ভবনা কম।

যদি এরা না আসে তাহলে কে ফিরতে পারে? সেক্ষেত্রে শোনা যাচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের কথা। এখন দেখা যাক কার ভাগ্য খোলে মমিনুলের বদলে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন