মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে, পরীক্ষাসূচির সিলেবাস কি হবে। তা নিয়ে ধন্দ ছিল অনেক দিন ধরেই, কিছু দিন আগে পশ্চিমবঙ্গে শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী পার্থ চ্যাটার্জী বাবু জানান করোনা পরিস্থিতিতে বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ ছিল গত মার্চ মাস থেকে, বর্তমানে বিদ্যালয় গুলো এখনই খুলছে না তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিলেবাস কমানো হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কোনো টেস্ট পরীক্ষা হবে না।
কিন্তু এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে তা নিয়ে পরীক্ষার্থী সহ অভিভাবক ও শিক্ষকমন্ডলীর মনে একটা চিন্তা চিন্তা ছিল।
সূত্রে খবর আগামী বিধানসভা নির্বাচনের পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে পারে। এবার সেই পরীক্ষার নিয়ম ও সময় সূচি নিয়ে একটা প্রস্তাব অনুমোদনের জন্য গেল স্কুল শিক্ষা দফতরে। আর সেই অনুমোদন স্বীকৃতি পেলেই শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফের নোটিফিকেশন জারি করা হতে পারে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাস থেকে একটা অনুমান করা হচ্ছিল আগামী বিধানসভা ভোটের পর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে পারে। আর সেটাই এই চলতি সপ্তাহের মধ্যেই সেই সম্ভাবনা আরও প্রবল হলো। আগামী জুন মাসে হতে পারে পরীক্ষা। তবে তার আগে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কবে কি কি বিষয়ের পরীক্ষা হবে সেই সংক্রান্ত প্রস্তাব গেলো স্কুল শিক্ষা দফতরে।
সেই প্রস্তাব শিক্ষা দফতর থেকে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হতে পারে, সেখান থেকে সময়সূচি বিশ্লেষণ করে অনুমোদন এলেই খুব শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা সংক্রান্ত সময় সূচির বিজ্ঞপ্তি জারি করতে পারবে বলে মনে করা হচ্ছে।
কিছু দিন আগে পরীক্ষার সিলেবাসে কমানো হবে বলে বিজ্ঞপ্তি জারি হয়। তবে তা পর্যালোচনা করে জানানো হবে বলে জানা গিয়েছিল। এই করোনা পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায়, বিদ্যালয়ে পুরো সিলেবাস ক্লাসরুমে পড়ানো সম্ভব হয়নি। রিপোর্ট অনুযায়ী, গত মার্চ মাস পর্যন্ত বিদ্যালয়ে চালু থাকাকালীন দশম শ্রেণির ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস শেষ করা গেছিল। কিন্তু এই অতিমারী করোনা পরিস্থিতির জন্য বিদ্যালয়ে পাঠদান বন্ধ ছিল। যার ফলে দ্বাদশ শ্রেণীর পাঠদান সম্ভব হয়নি।
বিশেষজ্ঞ মহলের মতামত অনুযায়ী, আগামী জুন মাসে যদি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার নেওয়া হয় তাহলে দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিশেষ ক্লাস করানো যেতে পারে। সেটা বিদ্যালয়ে হোক বা ভার্চুয়ালি। যার ফলে পরীক্ষার জন্য যতটুকু সিলেবাস ধার্য করা হয়েছে। ঠিক ততটা সিলেবাস এর উপর বিশেষ ক্লাস করিয়ে তবেই পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারে ছাত্র ছাত্রী গণ।
বিধানসভা নির্বাচনের পর আগামী জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা সে ব্যাপারে বর্তমানে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্কুল শিক্ষা দফতরের আলোচনার উপর। তাই আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর পরীক্ষাসূচির বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে মনে করছেন শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ দল ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন