ফের সস্তা সোনার দাম, আগামী কাল বাজার বন্ধের সময় সোনার দাম কমে ছিল সর্বাধিক। গত পাঁচ দিনের নিরিখে কলকাতায় সোনার দাম অনেকটা হ্রাস পেয়েছে সাথে দাম কমেছে রুপোর। চলতি সপ্তাহের নিরিখে গতকাল সারাদেশের সাথে কলকাতায় কমেছিল সোনার দাম। এদিন সকালে সর্বাধিক সোনার দাম পতন হয়েছিল।
আমাদের দেশে এই সোনার দামের ওঠা নামা নির্ধারণ করে প্রতিটি রাজ্যের একটি জুয়েলারি অ্যাসোসিয়েশন। যার ফলে পৃথক পৃথক জায়গায় দাম ও আলাদা। সোনার গহনা তৈরির জন্য কাচামাল আনা, বানানোর শ্রমিক মজুরী, সরকারি কর, লভ্যাংশ ইত্যাদি যোগ করে নির্ধারণ হয় সোনার গহনার দাম।
সারাদেশের মতো আমাদের রাজ্যও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার প্রতিদিনের সোনার বাজার দর কী হবে তা মূলত স্থির করে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মারচেন্টস্ অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (WBBMJA)। শহর ও শহরতলির অধিকাংশ গয়নার দোকান তাদের দেওয়া দরের উপরে ভিত্তি করে সোনার মূল্য নির্ধারণ করে। গতকাল WBBMJA-এর সোনার মূল্যের রেট অনুযায়ী এদিন কলকাতায় সোনার দাম কমেছে অনেকটা। গতকাল প্রায় ৪৮ হাজারের মধ্যে গয়নার সোনার দাম ছিল টাক্স ছাড়া ।
গতকাল কলকাতার বাজার বন্ধের পূর্বে সোনার দাম ছিল , প্রতি ২২ ক্যারাট ১০ গ্রাম গিনি সোনার ছিল ৪৭৩০০ টাকা gst অতিরিক্ত যোগ হবে। প্রতি ২৪ ক্যারাট ১০ গ্রাম খাঁটি সোনার দাম ছিল ৪৯,৮৬০ টাকা + gst
২২ ক্যারাট ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার ৪৮,০০০ টাকা সাথে gst যোগ হবে ।
এদিন প্রতি কিলো রুপোর দাম ছিল ৬১,১০০ টাকা । গোটা নভেম্বর মাসের শেষে সোনার দামের পতন কাল ছিল সর্বাধিক, এখন বর্তমানে চলছে বিয়ের মরসুম তাহলে আর দেরি কেনো এই সুযোগে কেনাকেটা করে ফেলুন। সোনার দাম কমার ফলে যারা বিয়েতে বা অনুষ্ঠানে সোনার গহনা উপহার দেবে তাদের জন্য এখন সোনা কেনা উপযুক্ত সময়। কম দামে তারা সোনার গহনা কিনতে পারবেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন