শিরোনাম

প্রচ্ছদ /   এবারের শীত গড়বে নতুন ইতিহাস যেসব অঞ্চলকে কড়া বার্তা দিল হাওয়া দপ্তর

এবারের শীত গড়বে নতুন ইতিহাস যেসব অঞ্চলকে কড়া বার্তা দিল হাওয়া দপ্তর

Avatar

শুক্রবার, নভেম্বর ২৭, ২০২০

প্রিন্ট করুন

শীত নিয়ে নতুন খবর জানিয়েছে আনহ দপ্তর। নতুন করে দেয়া খবরে জানানো হয়েছে, আগামী রবিবার থেকে আরো বাড়বে ঠান্ডা, নামবে তাপমাত্রার পারদ। যার ফলে এবার মোটা পোশাক আসাক গায়ে দিতে হবে সবাইকে। ভোরে ও রাতে ঠান্ডার প্রভাব বেশি থাকবে শহর অঞ্চলের আসে পাশে, আগামী সপ্তাহ থেকে শীতের প্রভাব বাড়বে,পড়বে কনকনে ঠাণ্ডা।

উল্লেখ্য, গত শ্যামা পূজার সময় শীতের আমেজ ছিল না গোটা নভেম্বর টাই ছিল প্রায় শীতহীন। মাঝে ঠান্ডা পড়লেও ঘূর্ণাবর্তে প্রভাবে শীত উধাও ছিল। কিন্ত গত শুক্রবার রাত থেকে শীতের আমেজ পড়তে শুরু করেছে এবং আগামী সপ্তাহে তার প্রভাব আরো বাড়বে। ফলে বর্তমানে তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে থাকলেও তা আর স্থায়ী হচ্ছে না।

এদিকে তামিলনাড়ু ও পুদুচেরী উপকূলে ঘূর্ণিঝড় নিভার আছড়ে পড়েছে। যদিও এই ঘূর্ণিঝড়ের প্রভাব প্রত্যক্ষভাবে পশ্চিম বাংলায় প্রভাব না পড়লেও, তার পরোক্ষ প্রভাবে তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল। যার প্রভাবে গত ২-৩ দিন ধরে বাংলায় আবারও তাপমাত্রার পারদ নিম্নগামী হওয়ার বদলে উর্দ্ধগামী হচ্ছিল। কিন্তু হঠাত আজকে সকাল থেকে তাপমাত্রা পারদ নিম্নগামী তা ২০ ডিগ্রির নীচে নেমে এসে দাঁড়িয়েছে।

আজকের বাংলার আবহাওয়া। আজ শুক্রবার সকাল থেকে কলকাতা ও আসে পাশের এলাকার তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি হয়েছে। মাঝখানে কদিন একটু ঠাণ্ডার দাপট দেখিয়ে আবারও তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধির দিকে এগোচ্ছে।

আজকের কলকাতার ও তার আসে পাশের অঞ্চলের গড় তাপমাত্রা ১৭° থেকে ° ২৬° মধ্যে ঘোরা ফেরা করবে।সারাদিন আকাশ মেঘাছন্ন থাকবে। যার ফলে তাপমাত্রার হেরফের হবে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে পুদুচেরী উপুকুলে যার ফলে চারদিকে তার প্রভাব পড়েছে। আর যার ফলে আমাদের বাংলায় তাপমাত্রার হেরফের হচ্ছে ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী রবিবার থেকে এর প্রভাব কমে যাবে যার ফলে আবারও কমতে শুরু করবে তাপমাত্রার পারদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন