কলকাতার টলিপাড়ায় অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে শুরু হয়েছে বিশাল শোরগোল শুরু হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, তার তৃতীয় বিয়েও ভাঙতে চলেছে। দূর্গাপূজার অনেক আগে থেকেই একসাথে থাকছেন না রোশন গিরি-শ্রাবন্তী চ্যাটার্জি। অনেক রকম কারন সামনে আসছে তাদের এই দুরত্ব সৃষ্টির জন্য। এইসব কিছুর মাঝে শ্রাবন্তীর নতুন ব্যাবসার কথাও সবার সামনে এসেছে। তিনি নতুন একটি জিম খুলছেন মধ্যমগ্রামের একটি শপিংমলে।
ব্যক্তিগত জীবন আর প্রফেসনাল জীবন যে কোনোভাবেই এক নয় তা বুঝিয়ে দিয়েছেন শ্রাবন্তী। তার জীবনে এত ঝড় ঝাপ্টা সত্ত্বেও নিজের কাজে ও নিজের লক্ষ্যে তিনি যে স্থির আছেন তা বোঝার অবকাশ নেই। এইসব কিছুর মধ্যে একটি ওয়েব সিরিজে প্রথমবারের জন্য শ্যুটিং শুরু করতে চলেছেন শ্রাবন্তী চ্যাটার্জি।শ্রাবন্তীর বিপরীতে এই ওয়েব সিরিজে অভিনয় করবেন টলিউডের আর এক অভিনেতা সোহম। সোহম-শ্রাবন্তী দুজনেরই প্রথম। ওয়েব সিরিজ হতে চলেছে এটি।
প্রথমে ওয়েব সিরিজ টির নাম ঠিক করা হয়েছিল, ইন্টিউশন।পরে নাম বদল করে রাখা হয়, দুজনে। সিরিজে শ্রাবন্তীর চরিত্রের নাম অহনা ও সোহমের চরিত্রের নাম অমর। থ্রিলার যুক্ত এই ওয়েব সিরিজে এক দম্পতির জীবনে একটি স্ক্যান্ডেলের কারনে নেমে আসে ভয়ংকর কিছু ঘটনা, কিভাবে তারা এর সম্মুখীন হবে তা নিয়েই ওয়েব সিরিজ।
এর আগে বড়োপর্দায় একসাথে কাজ করেছেন সোহম ও শ্রাবন্তী। বড়োপর্দায় কাজ করার সময় তাদের মধ্যে ফুটে উঠেছে দারুণ রসায়ন। বক্স অফিসে দারুন সাফল্যর সাথে লাভের মুঝ দেখিয়েছে এই জুটি। আর ঠিক সেই কারনেই পরিচালক, প্রযোজক এই ওটিটি প্লাটফর্মে নিয়ে আসল। প্রযোজক থেকে পরিচালক এবং দুজনেরই সকল ভক্ত অপেক্ষা করে আছে সোহম-শ্রাবন্তী ফের একসাথে দেখার জন্য।
আশা করা যাচ্ছে এই সিরিজে তাদের পুরোনো রসায়ন এর সব ই পুর্ন করে দেবে এই জুটি। এখনও পর্যন্ত জানা গিয়েছে,আগামী বছর ওয়েব সিরিজ প্লাটফর্ম হৈ চৈ তে এই ওয়েব সিরিজ দেখা যাবে।
শ্রাবন্তী তার বৈবাহিক জীবনের নানারকম সমস্যা থাকা সত্ত্বেও যেভাবে প্রফেসনাল লাইফে এগিয়ে চলেছেন তা সত্যিই প্রশংসনীয়। জিম উদ্বোধন থেকে শুরু করে ওয়েব সিরিজে অভিনয় দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন ব্যক্তিগত জীবন আর প্রফেসনাল লাইফ এক নয়।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন