অবশেষে বাংলাদেশে সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে স্টার জলসা ও স্টার প্লাস সহ বেশ কিছু টিভি চ্যানেল। এই টিভি চ্যানেলগুলোর পরিবেশক জাদু ভিশনের সাথে দ্বন্দ্বের জেরে বাংলাদেশের কেবল অপারেটররা স্টার গ্রুপের এই চ্যানেলগুলো বন্ধ রেখেছে।
কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ সাংবাদিকদের জানিয়েছেন যে, আগের ঘোষণা মেনেই ৪ নভেম্বর সন্ধ্যা থেকে বন্ধ রাখা হয়েছে এই চ্যানেলগুলো। তিনি বলেন, ‘’পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে স্টার গ্রুপের স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফিক, স্টার গোল্ড ও লাইফ ওকে চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে কেবল অপারেটররা।‘’
তবে দেশের সব অঞ্চলে এই চ্যানেলগুলো বন্ধ রাখা হয়নি। আনোয়ার পারভেজ আরও জানান, ‘’আমরা বন্ধ করার আহ্বান জানিয়েছি, এর ফলে দেশের মোট ৭৫ শতাংশ দর্শক এবং ঢাকার প্রায় ৯০ শতাংশ দর্শক এসব চ্যানেল দেখতে পারছে না।‘’
অন্যদিকে জাদু ভিশনের প্রধান নির্বাহী কুনাল দেশমুখ কোয়াবের বিরুদ্ধে আধিপত্ত বিস্তারের অভিযোগ এনে বলেন, ‘’বর্তমানে দেশে ৬০০ এর উপর বৈধ কেবল অপারেটর রয়েছে, যাদের মধ্যে অল্প কিছু সংখ্যক কেবল অপারেটর নিজেদের কোয়াব ঐক্য পরিষদ বলে পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে অবাঞ্ছিত কিছু বিষয় সামনে নিয়ে এসে নিজেদের আধিপত্য প্রমাণের চেষ্টা করছে।‘’
কোয়াবের এমন আচরণে বেশ বিব্রত বোধ করছে জাদু ভিশন এমনটা জানিয়ে কুনাল জানান সমস্যা সমাধানের জন্য আলোচনা চলছে। তার ভাষ্য, ‘’তারা চেষ্টা করছে সমস্ত বাংলাদেশের কেবল অপারেটরদের বিল অনৈতিকভাবে ‘ওয়ান অ্যালায়েন্স’ নামক সংগঠনের মাধ্যমে জোরপূর্বক সংগ্রহ করতে, যা ব্যবসায়িক নীতি ও আইনের পরিপন্থী। আমরা বরাবরই সমস্যা সমাধানে আগ্রহী। কোনো কেবল অপারেটর যদি বিল পরিশোধের মাধ্যমে এককভাবে বসে সমঝোতা করতে চায় তাহলে তাদের জন্য আমাদের দরজা সব সময়ই খোলা।‘’
প্রসঙ্গত, ২০১০ সাল থেকে জাদু ভিশন লিমিটেড স্টার গ্রুপের স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফিক, স্টার গোল্ড ও লাইফ ওকে চ্যানেলগুলো বাংলাদেশে পরিবেশনা করে আসছিল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন