শিরোনাম

প্রচ্ছদ /   মওকুফ হচ্ছে ঋণের সুদ সাথে আরো যে সুখবর দিল রিজার্ভ ব্যাংক

মওকুফ হচ্ছে ঋণের সুদ সাথে আরো যে সুখবর দিল রিজার্ভ ব্যাংক

Avatar

শনিবার, অক্টোবর ৩১, ২০২০

প্রিন্ট করুন

ঋণ গ্রহীতাদের জন্য সুখবর এই দীপাবলিতে। দীপাবলীর ও ধনতেরাস শুভক্ষণে ঋণগ্রহীতাদের জন্য ফের সুবিধা নিয়ে এল রিজার্ভ ব্যাংক। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ লকডাউনের জেরে দেশের অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমনকি যাদের কাজ আছে তাদেরও অর্থের যোগান প্রায় শেষ। এই অবস্থায় লোন পরিশোধ করা খুবই কষ্টসাধ্য ও কঠিন ব্যাপার।

এর ফলে গত ৩১ আগস্ট পর্যন্ত ‘লোন মোরাটিয়ামে’র সুবিধা দেওয়া সত্ত্বেও অনাদায়ী ঋণের মাত্রা বেড়ে গেছে৷ যে গ্রাহকরা লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়েছেন বা যাদের অর্থ উপার্জন কমেছে, তাদের ঋণ পরিশোধের জন্য ২ বছরের সময়সীমা দিচ্ছে অধিকাংশ ব্যাংক৷

তবে এই করোনা পরিস্থিতির জেরে ভারতের অর্থনীতির মন্দা দিন দিন বেড়ে চলেছে । যার ফলে ঝুঁকিপূর্ণ ঋণ দেওয়ার ক্ষেত্রে এবার আরো সতর্ক হয়ে যাচ্ছে সব ব্যাংক৷

যাদের ঋণের পরিমাণ প্রায় ২ কোটি টাকা পর্যন্ত তাদের মার্চ থেকে আগস্টের কিস্তিতে সুদ সহ সুদের টাকা ৫ নভেম্বরের মধ্যে ফেরাতে বাধ্য ঋণদাতারা, এমনই জানিয়েছে কেন্দ্র ও রিজার্ভ ব্যাংক।

এই দীপাবলিতে রিজার্ভ ব্যাংক ঋণগ্রহীতাদের জন্য কিছু ছাড় দিচ্ছে। এবার সেই সূত্রেই বলা হয়েছে, ২৯ ফেব্রুয়ারি শোধ নাহওয়া ধারের ভিত্তিতেই ১ মার্চ থেকে ৩১ অগস্ট পর্যন্ত, এই ১৮৪ দিনের সুদ হিসেব হবে।

পরে এই সুদের উপর সুদ (কম্পাউন্ড ইন্টারেস্ট) থেকে সাধারণ সুদ (সিম্পল ইন্টারেস্ট) বাদ দিয়ে যা দাঁড়াবে, সেই টাকা ঋণগ্রহীতার ঋণ অ্যাকাউন্টে জমা দেবে ঋণদাতা ব্যাংক। কেন্দ্রের নিয়ম অনুযায়ী ছয়মাস স্থগিত থাকা কিস্তিতে (মোরাটোরিয়াম) এই সুবিধা তো মিলবেই। যারা ২ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে মোরাটোরিয়ামের সুবিধা নেননি, একই ছাড় তারাও পাবেন । ফলে ঋণ গ্রহীতাদের অনেকটাই সময় পাওয়া গেলো ও ছাড়ের সুবিধা পেল । কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে উপকৃত হবে সাধারণ মানুষ, এমনটাই মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলে ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন