শিরোনাম

প্রচ্ছদ /   ওয়েব সিরিজ দেখে যেভাবে ৭৫ জনকে একাই বাঁচালেন যুবক

ওয়েব সিরিজ দেখে যেভাবে ৭৫ জনকে একাই বাঁচালেন যুবক

Avatar

শনিবার, অক্টোবর ৩১, ২০২০

প্রিন্ট করুন

মুম্বাইয়ের এক তরুণ রাতে জেগে থেকে ওয়েব সিরিজ দেখে বাঁচালেন ৭৫ টি প্রাণ। বৃহস্পতিবার ভোরবেলায় মুম্বাইয়ের কোপারে ৪০ বছরের একটি পুরোনো বাড়ি ভেঙে পড়ে। বাড়িটিতে ১৮ টি পরিবারের মোট ৭৫ টি মেম্বার বাস করতেন।

ভোরবেলা প্রায় সাড়ে ৪ টে নাগাদ এই দূর্ঘটনা ঘটে। এই সময় পুরো মুম্বাই যখন ঘুমে মগ্ন সেই সময় রাত জেগে অনলাইনে ওয়েব সিরিজ দেখছিলেন কুনাল মোহিতে নামে এক যুবক। তার এই জেগে থাকার কারনেই প্রধানত বেঁচে যান ওই বিল্ডিং এর সব বাসিন্দারা।

সাংবাদিকদের এক সাক্ষাৎকার এ কুনাল মোহিতে জানান, তিনি ওই সময় একটি ওয়েব সিরিজ দেখছিলেন। ভোর প্রায় সারে চারটের সময় দূর্ঘটনাটি ঘটে। তাদের রান্নাঘরের একদিক ভেঙে পড়ে তখনই। সঙ্গে সঙ্গে বিপদ বুঝতে পেরে তিনি বাড়ির সব বাসিন্দা দের জাগিয়ে দেন।

ওই বিল্ডিংয়ের অন্য এক বাসিন্দা জানিয়েছেন, ভোর বেলা হঠাৎ কুনালের ডাকাডাকি তে তাদের ঘুম ভেঙে যায়।তার মুহূর্তের মধ্যে বি’প’দ ঘটেছে বুঝতে পারেন। বাইরে তাদের সাথে সাথে এই সময় সবাই বিল্ডিংয়ের বাইরে বেড়িয়ে পড়েন। এরপরই হুরমুড়িয়ে গোটা বিল্ডিং ভেঙে পড়ে। বিল্ডিং ভেঙে পড়লেও কোনো মানুষের প্রাণহানি ঘটেনি শুধুমাত্র ওই তরুণের তৎক্ষণাৎ বুদ্ধির জন্য। বিল্ডিং এর সকল মানুষ কুনালকে প্রচুর অভিনন্দন জানিয়েছেন এই পদক্ষেপ নিয়ে তাদের জীবন বাঁচানোর জন্য।

জানা গিয়েছে মুম্বাই এর প্রশাসনিক স্তর থেকে কয়েক দিন আগেই বিল্ডিংটিকে বিপজ্জনক আখ্যা দেওয়া হয়েছে।এই সাবধানতা করা সত্ত্বেও ওই বিল্ডিংয়ের কোনো বাসিন্দাই বাড়িটিকে পরিত্যক্ত করেননি। তারা দীর্ঘদিন ধরেই বসবাস করে যাচ্ছিলেন বাড়িটিতে। ফলে তাদেরকে পড়তে হয় বড় এই দুর্ঘটনার মুখে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ওয়েব সিরিজের নায়কের অ্যাকশানে মুগ্ধ কুনাল বর্তমানে নিজেই আসল হিরোর মর্যাদা পাচ্ছে তার এলাকায়। তার কারনেই এতগুলো প্রাণ এদিন বেঁচে গেছে, তাই এলাকার মানুষ তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন