সাধারণ নিত্য যাত্রী সহ হকার দের মনে এখন একটাই চিন্তা লোকাল ট্রেন কবে থেকে আবার চালু হবে।রাজ্যের বিভিন্ন মানুষের বিভিন্ন ভাবে তাদের জীবিকা নির্বাহর জন্য লোকাল ট্রেনের উপর নির্ভরশীল।তাই এই ট্রেন গুলি বন্ধ থাকায় বহু মানুষ তাদের জীবিকা হারিয়েছেন এবং চরম থেকে চরমতর খারাপ অবস্থার সম্মুখীন হচ্ছেন প্রতিদিন।
অন্যান্য বাকি রাজ্যগুলিতে লোকাল ট্রেন চালু হয়ে গেলেও বাংলায় এখনও চালু হয়নি এই ট্রেন পরিসেবা।কবে চালু হবে সেই নিয়ে এখন ও ধোঁয়াশা সব মহলেই।
উল্লেখ্য শোনা যাচ্ছে পুর্ব রেল একটি চিঠি দিয়ে ভারতীয় রেল কে ট্রেন চালানোর জন্য আবেদন করেছে।এই চিঠির উত্তর হিসাবে ভারতীয় রেল জানিয়েছে,রাজ্য অনুমতি দিলে অবশ্যই চালানো শুরু করা যেতে পারে লোকাল ট্রেন,কিন্তু কিছু বিধিনিষেধ থাকবে।
সংবাদমাধ্যমের একটি সমীক্ষা থেকে উঠে এসেছে লকডাউনের আগে গড়ে ৩৫ লাখ যাত্রী প্রতিদিন ট্রেনে যাতায়াত করত কিন্তু বর্তমানে সেই যাত্রী সংখ্যা কমিয়ে ৯.৫ লাখে আনার কথা ভাবছে ভারতীয় রেল।এর মানে রেলের বিধিনিষেধ মেনে আগের ৩৫ লাখের জায়গায় প্রতিদিন ৯.৫ লাখ যাত্রীই সুযোগ পাবেন রেল যাত্রা করার।
ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, ‘বর্তমান ট্রেন সংখ্যা ৭০৪ থেকে সর্বোচ্চ সম্ভাব্য ১৩৬৭ করার ক্ষেত্রে আমাদের কোনও সমস্যা নেই, তবে সামাজিক দূরত্ব ও প্রযুক্তিগত সমাধান রাজ্য সরকারকে নিশ্চিত করতে হবে । জনতা নিয়ন্ত্রণে আরপিএফ, জিআরপি-র বিদ্যমান শক্তি সমর্থন করার জন্য রাজ্য সরকার পুলিশের সহায়তাও প্রয়োজন।’
এই সমস্ত পদক্ষেপ দেখে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ই বাংলা তেও লোকাল ট্রেন চালু হবে আবার।কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে সাধারন যাত্রী দের মধ্যে যাত্রীসংখ্যা কমিয়ে আনলে বহু যাত্রীই ট্রেন চললেও ট্রেনের সুবিধা পাবেন না।যাই হোক দেখা যাক ভবিষ্যতে কি হয়।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন