শিরোনাম

প্রচ্ছদ /   একদিনে আবারো কমলো স্বর্ণের দাম হুমরি খাচ্ছে ক্রেতারা

একদিনে আবারো কমলো স্বর্ণের দাম হুমরি খাচ্ছে ক্রেতারা

Avatar

বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২০

প্রিন্ট করুন

আবারও কমতে শুরু করেছে সোনার দর। একের পর এক সোনার দরপতন চলমা রয়েছে বেশ কয়েকদিন ধরেই। পূজাকে কেন্দ্র করে সোনার বাজারে ব্যাপক চাহিদা ছিল। দামও কমতে দেখা গিয়েছিল দূর্গার দর্শনের আগে। এবার আরও এক দফা কমেছে ভারতের বাজারে সোনার দর।

আজ (২৯ অক্টোবর) ভারতের ঘরোয়া বাজারে সোনার দরপতন হতে দেখা গিয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের ডিসেম্বরের ফিউচার মূল্য কমতে দেখা গিয়েছে ০.১৬ শতাংশ। এর ফলে প্রতি গ্রাম সোনায় বাজার দরে কমেছে ৮৩ টাকা। দামের এই পতনের ফলে ২৯ অক্টোবর প্রতি ১০ গ্রাম সোনার মূল্য কমে দাঁড়িয়েছে ৫০ হাজার ৪১২ টাকা।

শুধু সোনালী ধাতবই নয়, কমেছে রুপার মূল্যও। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের ডিসেম্বরের ফিউচার মূল্য রুপাতে কমেছে ০.১১ শতাংশ। সবশেষ কমা দাম অনুযায়ী এক কেজি রুপার মূল্য দাঁড়িয়েছে ৬০ হাজার ৭১ টাকা।

দাম কমার প্রবণতার প্রভাব পড়েছে কলকাতার বাজারেও। ২৯ অক্টোবর কলকাতার বাজারে ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার মূল্য রয়েছে ৪৯ হাজার টাকা। একই পরিমাণ সোনা ২৪ ক্যারেটের কিনতে হলে খরচ করতে হয়েছে ৫২ হাজার ৬০০ টাকা। অবশ্য ২৪ ক্যারেটের সোনার মূল্য কিছুটা বৃদ্ধি হলেও সার্বিকভাবে তা কমের দিকেই রয়েছে।

ভারতের অন্যান্য বাজারে অবশ্য দামের কিছুটা তারতম্য দেখা গিয়েছে। চেন্নাইর বাজারে ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনা হাতবদল হপয়েছে ৪৭ হাজার ৩৬০ টাকায়। ২৪ ক্যারেটের একই পরিমাণ সোনা ক্রয় করতে হলে ক্রেতাকে ব্যয় করতে হয়েছে ৫১ হাজার ৬৯০ টাকা।

অন্যদিকে মুম্বাইতে ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনা বিক্রি হয়েছে ৪৯ হাজার ৬৮০ টাকা। একই পরিমাণ সোনা ২৪ ক্যারেটের নিতে হলে ব্যয় করতে হয়েছে ৫০ হাজার ৬৮০ টাকা।

২৯ অক্টোবর রাজধানী দিল্লিতে ২২ ক্যারেটের সোনা ক্রয় করতে হয়েছে ৪৯ হাজার ১০০ টাকা। এছাড়া ২৪ ক্যারেটের সোনা একজন ক্রেতা কিনেছেন ৫২ হাজার ৫৬০ টাকায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন