গত কয়েক সপ্তাহ ধরে সোনার দামে ওঠানামা হচ্ছে । এই বিজয়া দশমীতে সোনার দামের ছিল কলকাতায় 22 ক্যারেট সোনার এক গ্রামের দাম ছিল 4 হাজার 995 টাকা ।ও 24 ক্যারেট সোনার এক গ্রামের দাম ছিল পাঁচ হাজার পঁচানব্বই টাকা ।
গতকাল বিজয়া দশমীর দিন 22 ক্যারেট সোনার মূল্য ছিল নিম্নলিখিত অনুযায়ী ….
এই দিন 8 গ্রাম সোনার দাম 39,960 টাকা ( যা কমেছে প্রায় 128 টাকা), 10 গ্রাম সোনার দাম হয়েছে 49,950 টাকা ( যা কমেছে প্রায় 160 টাকা), 100 গ্রামের সোনার দাম 4,99,500 টাকা (যা কমেছে প্রায় 1,600 টাকা) ৷
গতকাল বিজয়া দশমীর দিন 24 ক্যারেট সোনার মূল্য ছিল নিম্নলিখিত অনুযায়ী ….24 ক্যারাট সোনার 1 গ্রামের দাম 5095 টাকা ,8 গ্রামের দাম 40,760 টাকা ,10 গ্রামের দাম 50,950 টাকা ,100 গ্রামের দাম 5,09,500 ৷
বিজয়া দশমীতে দেশ জুড়ে সোনার দামে দুর্দান্ত পতন হওয়ায় সোনার বিক্রি বাড়বে বলে মনে করা হচ্ছে ।। যদিও করোনা কালে সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ হওয়ায় পূজো পার্বণ উৎসব দিয়ে এসব প্রায় এইবছর পালিত হচ্ছে না।
যার ফলে সোনার বিক্রি কমলকডাউন এর ফলে দেশের অর্থনৈতিক অবস্থার মন্দা। যার ফলে সাধারণ মানুষ সোনা তেমন কিনছেন না।
কিন্তু সোনার দাম কমার ফলে এখন মানুষ সস্তায় সোনা কিনতে পারবে এবং স সামনে ধনতেরাস ও দীপাবলি আশা করা যাচ্ছে নতুন করে সোনা বিক্রি বাড়বে । ও মানুষজন সস্তায় এই পণ্য টি কিনতে পারবে এমন তাই ধারণা বিশেষজ্ঞে মহলে ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন