শিরোনাম

প্রচ্ছদ /   সুখবর শোনালো হাওয়া অফিস

সুখবর শোনালো হাওয়া অফিস

Avatar

শনিবার, অক্টোবর ১৭, ২০২০

প্রিন্ট করুন

নতুন করে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আগামী দু-একদিনের মধ্যে এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার সিনপটিক অবস্থা বিশ্লেষণ করে বলা হয়েছে, ‘’মৌসুমি বায়ুর অক্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় বিরাজ করছে। মধ্য বঙ্গোপসাগরে পরবর্তী দুই দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।‘’

এছাড়া আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, চট্টগ্রাম অঞ্চলের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

অন্যদিকে রাজধানী ঢাকা এবং এর আশেপাশের অঞ্চলে আজ দক্ষিণ অথবা দক্ষিণ –পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে সর্বোচ্চ ১২ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার বাতাসের আদ্রতা পরিমাপ করা হয়েছে ৮৮ শতাংশ। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এমন খবরও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া দিন এবং রাতের তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না বলেও জানানো হয় একই বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে এমন আভাস গতকালই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন ধরে দেশে বৃষ্টিপাত কমে যাবার কারনে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ছে। তবে চলতি মাসের শেষের দিকে গোটা দেশের তাপমাত্রাই হ্রাস পেতে শুরু করবে বলে ধারনা করছেন আবহাওয়াবিদরা।

এছাড়া চলতি মাসেই আরও একটি নিম্নচাপ দেখা যেতে পারে এমনটাও আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে ধারনা করছে আবহাওয়া অধিদপ্তর।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন