মহামারী করোনা ভাইরাসের কারনে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এরই মধ্যে একটি নতুন সুখবর এসেছে শিক্ষার্থীদের জন্য। করোনা পরিস্থিতির উন্নতি হোক কিংবা না হোক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান নারায়ন চন্দ্র সাহা
অন্যান্য বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিয়ে বই উৎসব করা হয় দেশে। বছরের প্রথম তারিখেই এই উৎসব করা হচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরেই। তবে অন্যান্য বছরের চেয়ে এবারের বছরের পরিস্থিত সম্পূর্ণ ভিন্ন। করোনা ভাইরাসের কারনে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে গত মার্চ মাস থেকেই। ফলে এবার বই উৎসব করা হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে।
অন্যান্য বছর এই সময়ের মধ্যে বিদ্যালয়ে বই পৌঁছানোর কাজটা বেশ খানিকটা শেষ হয়ে যায়। তবে এবার এখন পর্যন্ত কিছুই হয়নি। তাহলে কীভাবে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হবে? এনসিটিবি চেয়ারম্যান নারায়ন চন্দ্র সাহা জানিয়েছেন রোববার (১৮ অক্টোবর) থেকে গোটা দেশে বই বিতরণের কাজ শুরু হবে।
এনসিটিবি চেয়ারম্যান বলেন, ‘’রোববার থেকে সারাদেশে বই বিতরণ শুরু হবে। এবং নির্দিষ্ট সময়ের হাতেই প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক পৌঁছে যাবে। তবে এবার বই উৎসব হবে কিনা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”
গত বছরে সারাদেশে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৩৫ কোটি বই বিতরণ করা হয়েছিল কিন্তু এই বছরে প্রায় এক কোটি বই কম বিতরণ করা হবে বলে জানা গেছে। তবে কী করোনার প্রভাবেই এমনটা হয়েছে? এনসিটিবি চেয়ারম্যান অবশ্য বইয়ের চাহিদা কম থাকার পেছনে করোনার প্রভাব রয়েছে এমনটা মানতে নারাজ।
তার ভাষ্য, ‘’এখন থেকে আমরা অনলাইনে প্রতিটি বিদ্যালয় থেকে কি পরিমাণ বই লাগবে তা জানতে চেয়েছি। এরই প্রেক্ষিতে এ বছর বই কম লাগছে। এর সঙ্গে করোনা ভাইরাসের কোন সংশ্লিষ্টতা নেই।‘’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন