শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশেই তৈরি হচ্ছে গাড়ি দাম হাতের নাগালে

বাংলাদেশেই তৈরি হচ্ছে গাড়ি দাম হাতের নাগালে

Avatar

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২০

প্রিন্ট করুন

বর্তমান সময়ে দেশের বাজারে গাড়ির যে চাহিদা রয়েছে তা মেটাতে হয় আমদানীকৃত গাড়ি দিয়েই। বিদেশ থেকে আমদানি করা গাড়ি দেশের বাজারে আসতে মূল্যও বেড়ে যায় বহুগুণ। মূলত মোটা অঙ্কের শুল্ক প্রদান কারনেই দেশের বাজারে গাড়ির মূল্য বেশ চড়া। তবে এবার এই অবস্থার অবসান ঘটতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন জানিয়েছেন আগামী বছর থেকেই দেশের বাজারে গাড়ি তৈরি করা হবে। ফলে দামও কমে আসবে অনেক পরিমানে।

শিল্পমন্ত্রী বলেন, ‘’বাংলাদেশ আগামী বছর থেকে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরি করবে। অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসির আওতায় ‘মেড ইন বাংলাদেশ’ গাড়ি চালু করা হবে। নিজস্ব ব্র্যান্ডের গাড়ির দাম আমদানি করা গাড়ির দামের চেয়ে কম হবে।‘’

ইউএনবিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশি কোম্পানির সহায়তায় গাড়ি তৈরি শুরু হবে দেশে। তার ভাষ্য, ‘’খুব শিগগিরই অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি-২০২০ চূড়ান্ত করা হবে। আমরা আগামী বছর থেকে বাংলাদেশে গাড়ি তৈরি শুরু করব। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড জাপানের মিতসুবিশি করপোরেশনের কারিগরি সহায়তায় গাড়ি তৈরি শুরু করবে।‘’

মন্ত্রীর তরফ থেকে জানানো হয় আমদানি শুল্কের কারনে দেশের বাজারে গাড়ির মূল্য অতিরিক্ত বেড়ে যায়। দেশি ব্র্যান্ডের গাড়ি তৈরি করা সম্ভব হলে ক্রেতার কোনো অভাব হবে। সম্প্রতি জাপানের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে জানা গেছে দেশটির মিতসুবিশি কোম্পানি সহ জাপানের অন্য অটোমোবাইল কোম্পানিগুলোও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, এমনটাও জানান শিল্পমন্ত্রী।

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে কাজ করতে ইতোমধ্যে বেশ কিছু পরিকল্পনা হাতে নেয়া হয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী আরও বলেন, ‘’জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো জানিয়েছেন- জাপানের পক্ষ থেকে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের মোটরগাড়ি উৎপাদনে কারিগরি সহযোগিতা দেয়া হবে। এ ছাড়া তিনি বাংলাদেশে অটোমোবাইল এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কিত ভেন্ডর শিল্পের বিকাশ এবং বাংলাদেশে একটি অটোমোবাইল টেস্টিং অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট স্থাপনে সহায়তা করারও প্রস্তাব দিয়েছেন। শিল্প মন্ত্রণালয় গাড়ি শিল্পসহ অন্যান্য শিল্প খাতের উন্নয়নে এরই মধ্যে একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। এ কর্মপরিকল্পনা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন