উত্তর বঙ্গোপসাগর সৃষ্ট হওয়া নিম্নচাপটি বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা ছিল। তবে গতিপথ পরিবর্তন করে সেটি আর বাংলাদেশে আসেনি। আজ (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১২টার মধ্যে নিম্নচাপটি আঘাত হানতে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের উপকূলে।
অন্ধ্রপ্রদেশে আঘাত হানার সময় গভীর নিম্নচাপটির কারনে বাতাসের গতিবেগ থাকতে পারে ৫০ কিলোমিটার পর্যন্ত। যা দমকা হাওয়ায় রূপ নিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগ পর্যন্ত হতে পারে।
বাংলাদেশ এই নিম্নচাপ থেকে বেশ দূরে থাকলেও দেশের কক্সবাজার, মোংলা চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসময় নৌকা ও মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকাতে অবস্থান করছে।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে আরও জানানো হয়, সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১০০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। মূলত সাগর উত্তাল থাকার কারন হিসবে জানানো হয়েছে নিম্নচাপের সক্রিয়তাকেই।
অন্যদিকে ভোর ৪টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবার সম্ভাবনাও রয়েছে। ফলে উক্ত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার খবরে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবার সম্ভাবনাও রয়েছে। রাজধানী এবং এর আশেপাশের অঞ্চলে এই সময়ে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন