ধর্ষণের বিরুদ্ধে গোটা দেশ জুড়েই আন্দোলন অব্যাহত রয়েছে। মানবন্ধন, মশাল মিছিল কিংবা বিক্ষোভ মিছিল নানাভাবে প্রতিবাদ করে আসছেন দেশের বিপুল সংখ্যক মানুষ। শুধু রাজপথেই নয়, সামাজিক মাধ্যমেও নানাভাবে প্রতিবাদ করতে দেখা গিয়েছে দেশের অনেক মানুষকেই।
ধর্ষণের প্রতিবাদে মুখ বন্ধ রাখেন নি দেশের ক্রিকেটার থেকে শুরু করে রুপালি পর্দার অভিনেতা-অভিনেত্রীরাও। সামাজিক মাধ্যমে ভিডিও কিংবা স্ট্যাটাস দিয়ে ধর্ষনের প্রতিবাদ করেছেন অনেক তারকা।
সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নিয়ে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করতে দেখা যায় সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে। সরকার দেশ পরিচালনা করতে ব্যর্থ এমনটা দাবি করার পাশাপাশি সরকারকে ক্ষমতা ছেড়ে বিদায় নিতে বলেন নুর।
এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে ডাকসুর সবেক ভিপি নুরুল হক নুর সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘’চলমান এই জনরোষের ক্ষোভ থেকে বিস্ফোরণ ঘটার আগেই আপনারা ক্ষমতা থেকে বিদায় নেন। সরকার যাই করুক না কেন তারা সরকার পরিচালনা করতে ব্যর্থ।‘’
নোয়াখালীর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেলোয়ার তার বাহিনী নিয়ে গত নির্বাচনে ভোটকেন্দ্র দখল করেছে এমন অভিযোগ করে তিনি আরও বলেন, ‘’আমরা এখানে সরকার পতনের জন্য আসি নাই। সরকারের প্রতি আমাদের আহ্বান আপনারা নিজেরাই বিদায় নেন। আলোচনায় এসেছে নোয়াখলীর ধর্ষক দেলোয়ার নির্বাচনের সময় ভোটকেন্দ্র দখল করেছে।‘’ সারাদেশে এমন দেলোয়ার বাহিনী তৈরি করছে সরকার এমনটাও অভিযোগ করেন নুর।
বর্তমান সরকারের হাতে দেশ নিরাপদ নয় দাবি করে নুর আরও বলেন, ‘’সরকার যাই করুক না কেন তাদের হাত দেশ নিরাপদ নয়। কাজে আমরা বলব, আপনারা যতই ছাত্রলীগ-যুবলীগ হয়ে আন্দোলন দমানোর চেষ্টা করেন না কেন জনগণ রাজপথে নেমে গেছে। এই জনগণকে দমন করতে পারবেন না।‘’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন