শিরোনাম

প্রচ্ছদ /   এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে লিগ্যাল নোটিশ আসতে পারে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে লিগ্যাল নোটিশ আসতে পারে নতুন সিদ্ধান্ত

Avatar

বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২০

প্রিন্ট করুন

গতকাল (৭ অক্টোবর) এক অনলাইন ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী দিপু মনি জানিয়ে দেন চলতি বছর এইচএসসি সমামানের পরীক্ষা হচ্ছে না। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসিতে ফলাফল প্রদান করা হবে। অর্থাৎ এই দুই পরীক্ষা মিলিয়ে যে প্রাপ্ত নম্বর সেটার মত করেই এইচএসসিতেও নম্বর প্রদান করা হবে।

এতে করে যারা জেএসসি ও এসএসসি পরীক্ষায় খারাপ ফলাফল করেছে তাদের আর ভালো করার কোনো সুযোগ নেই। তাই এক পরীক্ষার্থী এবার শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন যাতে করে এইচএসসি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখা হয়।

শিক্ষা মন্ত্রণালয় সহ দেশের ৯টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এই নোটিশ পাঠানো হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শতাব্দী রায় নামের এক এইচএসসি পরীক্ষার্থীর পক্ষে রেজিস্ট্রি ডাক যোগে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। এই আইনজীবী জানান, নোটিশে শিক্ষার্থী দাবি করেছেন যে, জেএসসি ও এসএসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রদান করা হয় তাহলে তিনি সহ আরও অনেক শিক্ষার্থী ফলাফল ভালো করার প্রস্তুতি নিয়ে থাকলেও সেটা আগের ফলাফলের কারনে খারাপ হবে।

নোটিশে উল্লেখ করা হয়, জেএসসি ও এসএসসি ফলাফলের গড় নির্নয় করলে যেমন অনিয়মিত, একাধিক বিষয়ে অকৃতকার্য, প্রস্তুতিহীন শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি হবে তেমনি কোনো কারণে জেএসসি কিংবা এসএসসিতে কম জিপিএ পাওয়া মেধাবী, পরিশ্রমী শিক্ষার্থীরা তাদের প্রচেষ্টা প্রমাণে ব্যর্থ হবে। পূর্বের ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারন করা বেআইনি বলেও উল্লেখ করা হয়।

নোটিশে জানানো হয়েছে আগামী তিন দিনের মধ্যে এই দাবি মেনে না নিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

উল্লেখ্য, লিগ্যাল নোটিশ পাঠানো শিক্ষার্থী শতাব্দী রায় সাভারে অবস্থিত মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। চলতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার একজন পরীক্ষার্থীও তিনি ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন