অবশেষে বাতিল করা হয়েছে ২০২০ সালের এইচএসসি সমমানের সকল পরীক্ষা। বুধবার (৭ অক্টোবর) এক অনলাইন ব্রিফিংয়ে পরীক্ষা বাতিলের খবর নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী দিপু মনি।
এই অনলাইন ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারন করা হবে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে। অর্থাৎ, ২০২০ সালে এইচএসসি সমমানের যে সকল পরীক্ষার্থী রয়েছে তাদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই তৈরি করা হবে এইচএসসির ফলাফল।
এইচএসসি পরীক্ষা নিয়ে চলতি সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত দেয়া হবে এমন কথা জানা গিয়েছিল আগেই। সেই অনুযায়ী সকল প্রস্তুতিও নিয়ে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। জানা গিয়েছিল পরীক্ষার সকল রকম প্রস্তুতিও নিয়ে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়।
করোনার কারনে শিক্ষার্থীরা বেশ কয়েক মাস ধরে পড়ালেখা থেকে কিছুটা দূরে থাকার কারনে নম্বর কিছুটা কমতে পারে এমন আভাসও দেয়া হয়েছিল। লিখিত এবং নৈর্ব্যক্তিক দুই বিভাগ থেকেই অন্তত ৫০ শতাংশ নম্বর কমতে পারে এমনটাও প্রকাশ করা হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে।
পরীক্ষা নেয়া হবে কিনা সে ব্যাপারে মঙ্গলবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠক শেষে আজ (৭ অক্টোবর) পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত এলো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী দিপু মনি এক অনলাইন সভায় যোগ দিয়ে জানিয়েছিলেন, “আমরা চার সপ্তাহের সময় দিয়ে এইচএসসি পরীক্ষার সূচি ঘোষণা করব। কোন পদ্ধতিতে পরীক্ষা নেব, কতটুকু পরীক্ষা নেব, সে ব্যাপারে বিস্তারিত কর্মপরিকল্পনা ৬ অক্টোবরের মধ্যে জানিয়ে দেওয়া হবে। ছয় মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ধরে রাখা যায় না। তাই দ্রুততম সময়ের মধ্যে কতগুলো বিষয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া যায়, সেটা আমরা চিন্তা-ভাবনা করছি। যখন আমরা পরীক্ষা নেব, তখন কেউ যদি করোনায় আক্রান্ত হয়, তাদের কিভাবে মূল্যায়ন করা যায় সেই বিবেচনাও আমাদের থাকবে।”
শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পর শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেও শেষ পর্যন্ত আর পরীক্ষা দেয়া হল না তাদের।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন