গত সেপ্টেম্বর মাসের শুরু থেকেই আবহাওয়া কিছুটা বিরূপ অবস্থায় দেখে গেছে। ঘনঘন নিম্নচাপ সৃষ্টি হতে দেখা গিয়েছে বঙ্গোপসাগরে। যার ফলে গোটা দেশেই ছিল বৃষ্টি। সেপ্টেম্বর ছাড়িয়ে অক্টোবরে পা রাখার পরও থেমে নেই বৃষ্টির প্রকোপ। কবে নাগাদ তা কমতে পারে সে ব্যাপারেও কিছুই জানা যায়নি এখন পর্যন্ত।
এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে একটি ঘূর্ণিঝড়। চলতি মাসেই এমন ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া গিয়েছে আবহাওয়া অফিস থেকে।
অক্টোবরে ঘূর্ণিঝড় হতে পারে এমন বার্তা অবশ্য বেশ আগেই দেয়া হয়েছিল। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সেটা আবারও স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।
অক্টোবর মাসের আবহাওয়ার পূর্বাভাস দেয়ার জন্য গতকাল (১ অক্টোবর) আবহাওয়া বিশেষজ্ঞ কমিটির একটি সভা অনুষ্ঠিত হয় আগারগাঁওয়ের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে। সেই সভার পরই জানানো হয় চলতি মাসে দেশের উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার কথা।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণত বর্ষার মৌসুমে দেশের উপরে মৌসুমি বায়ু সক্রিয় থাকে। যার প্রভাবেই বৃষ্টি হতে থাকে পুরো বর্ষার ঋতু জুড়েই। তবে বর্ষা ঋতু ইতোমধ্যেই শেষ হয়ে গেলেও মৌসুমি বায়ু এখনও সক্রিয় অবস্থাতেই আছে। ধারনা করা হচ্ছে চলতি মাসের তৃতীয় সপ্তাহের দিকেই মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। এরপর দেশের বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে চলতি মাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৃষ্টিপাত অন্যান্য সময়ের তুলনায় কিছুটা বেশি হবার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যেই বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। শুধু লঘুচাপই নয়, এগুলোর মধ্যে একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়েও। এছাড়া আরও জানানো হয়েছে অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষার সময় যেদিক থেকে বায়ু সক্রিয় থাকে তা বিদায় নিতে পারে।
গত মাসে বেশ কয়েকবার দেশের নদীবন্দরগুলোতে বিভিন্ন সময় হুঁশিয়ারি সংকেত প্রদান করা হলেও চলতি মাসে দেশের প্রধান প্রধান নদনদীতে স্বাভাবিক অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন