শিরোনাম

প্রচ্ছদ /   ফের বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

ফের বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

Avatar

বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২০

প্রিন্ট করুন

দেশের শিক্ষাপ্রতিষ্ঠান কবে নাগাদ খোলা হতে পারে কিংবা দেশের শিক্ষপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরও বাড়ানো হবে কিনা সে ব্যাপারে সার্বিক বিষয় আলোচনা করার জন্য একটি ভার্চুয়াল মত বিনিময় সভায় অংশ নেন শিক্ষামন্ত্রী দিপু মনি। এই সভায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে তিনি জানিয়েছেন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়তে যাচ্ছে।

দিপু মনি বলেন, ‘’শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি তো বাড়াতে হবে। তারিখটা আপনাদেরকে জানিয়ে দিব।‘’

এদিকে ছুটি বাড়ানো প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মাহবুব হোসেন জানিয়েছেন কতদিন ছুটি বর্ধিত করা হবে তা জানিয়ে দেয়া হবে বৃহস্পতিবারের মধ্যেই।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এইচএসসি পরীক্ষা সম্পর্কে এদিন জানানো হয়েছে আগামী সপ্তাহের মধ্যেই রুটিন প্রকাশিত অবে। শিক্ষার্থীদেরকে এক মাস সময় দেয়া হবে পরীক্ষার প্রস্তুতি দেয়া জন্য।

এইচএসসি পরীক্ষা নেয়ার ব্যপারে শিক্ষামন্ত্রী জানিয়ছেন আগের পরীক্ষার ফলাফল বিবেচনা করে ফাইনাল পরীক্ষার ফলাফল দেয়ার পরামর্শ দেয়া হলেও পরীক্ষা নেয়ার পক্ষেই র‍য়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রীর ভাষ্য,

‘’পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সার্টিফিকেট প্রদান করার প্রস্তাব করছেন অনেকে। এটিকেও আমরা গুরুত্ব দিচ্ছি, এটি একটি প্রস্তাব হতে পারে। তবে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দিলে তারা যখন চাকরি নিতে যাবে তখন তাদের বলা হবে, ‘ও তোমরা ২০২০ সালের পরীক্ষা ছাড়া পাস করা ব্যাচ।’ এমন পরিস্থিতি তৈরি না করতে আমরা পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।‘’

এইচএসসি পরীক্ষা নেয়ার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘’কবে থেকে এইচএসসি-সমমান পরীক্ষা শুরু হবে তা আগামী সপ্তাহের সোম অথবা মঙ্গলবার সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে। পরীক্ষা আয়োজনে প্রশ্ন, উত্তরপত্র তৈরিসহ সব প্রস্তুতি আমাদের রয়েছে। এখন শুধু পরীক্ষা শেষ করা বাকি রয়েছে। পরীক্ষা দিতে গিয়ে যাতে কারও ক্ষতি না হয় সে বিষয়টি আমরা গুরুত্ব দেব। বিশেষ কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে আমরা দ্রুত সময়ের মধ্যে তার পরীক্ষা নেব।‘’

শিক্ষামন্ত্রীর তরফ থেকে আরও জানানো হয়, সব বিষয়ে পরীক্ষা না নিয়ে মৌলিক বিষয়ের উপরে পরীক্ষা নেয়ার ব্যাপারেই গুরুত্ব দেয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন