শিরোনাম

প্রচ্ছদ /   মিন্নির ফাঁসির রায় শুনে কাঁদতে কাঁদতে যা বললেন তার বাবা

মিন্নির ফাঁসির রায় শুনে কাঁদতে কাঁদতে যা বললেন তার বাবা

Avatar

বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২০

প্রিন্ট করুন

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় প্রকাশ হয়েছে আজ (৩০ সেপ্টেম্বর)। এই রায়ে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ছয় জনের ফাঁসির রায় দেয়া হয়েছে। বরগুনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এই রায় ঘোষণা করেন বুধবার দুপুর ২টার দিকে।

তবে এই রায়ে সন্তুষ্ট হন নি মিন্নির বাবা মো. মোজাম্মেল হক কিশোর। রায়ের পর অসন্তোষ প্রকাশ করে তিনি জানান মিন্নির প্রতি আদালত অবিচার করেছে। তার ভাষ্য, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। কিন্তু মিন্নির প্রতি অবিচার করা হয়েছে। আমরা উচ্চ আদালতে যাব।

মিন্নি সহ ফাসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

অন্যদিকে এই মামলায় খালাস পাওয়া চারজন হলেন, মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)। মামলার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয় আদালতের পক্ষ থেকে।

সর্বমোট এই দশজন আসামি থেকে এখন পর্যন্ত পলাতক রয়েছেন মুসা। অন্যদিকে মিন্নি বর্তমানে রয়েছেন জামিনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরিফকে। নির্মমভাবে হত্যার এই ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে গেলে আলোচনার জন্ম দেয় এই হত্যাকাণ্ড।

খুনের কয়েকদিন পর রিফাতের বাবা ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫-৬ জনের নামে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষ করে গত ১৬ সেপ্টেম্বর রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারন করা হয় ৩০ সেপ্টেম্বর। যার অংশ হিসেবে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হয় আজকে।।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন