দেশের পেঁয়াজের বাজার অস্থির রয়েছে গত কিছুদিন ধরেই। ভারত থেকে বিনা ঘোষণায় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়াতে দেশের বাজারেও হু হু করে বাড়তে থাকে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির মূল্য। সঙ্কট কাটাতে ভারতের সাথে বেশ জোরালো আলোচনা করার পর কিছু পরিমাণ পেঁয়াজ আমদানি করা সম্ভব হলেও সেটা যে প্রয়োজনের তুলনায় একদমই অপ্রতুল তা আর বলার অপেক্ষা রাখে না।
এদিকে বিকল্প ব্যবস্থা হিসেবে পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে এর আগে এসেছে এক দফা পেঁয়াজের চালান। এবার আরেক দফা মায়ানমার এবং পাকিস্তান থেকে পেঁয়াজ এসেছে দেশে।
জানা গেছে গত দুইদিনে চট্টগ্রাম বন্দরে এসেছে ১৭০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে চট্টগ্রাম বন্দরে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মায়ানমার থেকে একটি চালানে এসেছে ৫৪ মেট্রিক টন পেঁয়াজ। আর পাকিস্তান থেকে বন্দরে এসে পৌঁছেছে ১১৬ মেট্রিক টন পেঁয়াজ। মায়ানমারের ৫৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে কায়েল স্টোর। এছাড়া পাকিস্তান থেকে ১১৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে মেসার্স গ্রিন ট্রেড চট্টগ্রাম।
প্রসঙ্গত, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়ার পর এলসি করা অর্থাৎ যে সকল পেঁয়াজ আগে থেকেই ক্রয় করে রাখা হয়েছিল অথবা আসার পথে ছিল কেবলমাত্র সেই পেঁয়াজই দেশে এসেছে। নতুন করে আর কোনো পেঁয়াজ আমদানি করার কোনো সিদ্ধান্ত নেয়নি ভারত।
অন্যদিকে পেঁয়াজের ঘাটতি মেটাতে টিসিবি খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে বেশ আগেই। তবে সুলভ মূল্যের সেই পেঁয়াজ অনেকেই নিতে পারছেন না। বিকল্প ব্যবস্থা হিসেবে অনলাইনেও পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।
সেই উদ্যোগও কার্যকর হতে দেখা যায়নি খুব একটা। সঙ্কট মোকাবেলায় তুরস্ক, মিশর, মায়ানমার এবং পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হয়। যার অংশ হিসেবে দেশে নতুন করে পেঁয়াজ আসতে শুরু করেছে মায়ানমার এবং পাকিস্তান থেকে। এই ধারা অব্যাহত থাকলে হয়ত পেঁয়াজের সঙ্কট কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে দেশের বাজারে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন