আবারও বাড়তে যাচ্ছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। চলমান ছুটির মেয়াদ আগামী ৩ অক্টোবর পর্যন্ত থাকলেও আভাস পাওয়া গেছে ফের বাড়ানো হতে পারে ছুটি। তবে এবার কতদিনের জন্য ছুটি বাড়ছে সেটা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
মহামারী করোনা ভাইরাসের কারনে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে গত মার্চ মাস থেকেই। কয়েক দফা ছুটি বাড়ানো হলে শিক্ষার্থীরা এখনও ফিরতে পারছে না ক্লাসে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জেরে বাতিল হয়েছে পিইসি ও জেএসসি পরীক্ষাও। অন্যদিকে ঝুলে আছে এইচএসসি পরীক্ষাও।
একটি অনলাইন সংবাদ মাধ্যমকে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন ছুটি বাড়তে পারে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের। তবে কতদিন বাড়বে এমনটা জানানো যাবে জাতীয় টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তের পর।
উপমন্ত্রী আরও জানান, দেশের করোনা পরিস্থিতি আগামী ছয় মাস কিংবা এক বছরের মধ্যে নিয়ন্ত্রণে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে কতটা সফলতা আসছে সেদিকেও নজর রাখা হচ্ছে। দেশের সবকিছু সচল রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেকে শিক্ষার্থীদেরকে সেশন জটের মত অনিশ্চয়তায় ফেলা হচ্ছে কিনা সেদিকও ভাবা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
তিনি আরও জানিয়েছেন শিক্ষার্থীদেরকে কোনোভাবেই ঝুকির মধ্যে ফেলতে চাচ্ছে না সরকার। যার কারনে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ও সম্পূর্ণ স্বাথ্যবিধি মেনেই খুলে দেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের সাথে জাতীয় টেকনিক্যাল কমিটি আলোচনা করেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত দিবে।
এদিকে সূত্রের খবর, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের এই চলমান ছুটি বাড়তে পারে আরও অন্তত ১৫ দিন। তবে সেটা এক মাস বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে ছুটি বাড়ানোর ঘোষণা আগামী ৩ অক্টোবরের আগেই জানিয়ে দেয়া হবে বলেও জানা গেছে।
উল্লেখ্য, করোনার এই সংকটকালে দেশের শিক্ষাব্যবস্থা টিকিয়ে রাখতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। যার মধ্যে অন্যতম হল প্রাথমিকের ক্লাসগুলো টেলিভিশন এবং রেডিওর মধ্যে নিয়মিত প্রচার করা। পাশাপাশি দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়ে সঙ্কট কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে।
দেশের শিক্ষাব্যবস্থা পুনরায় সচল করার লক্ষ্যে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমও ইতোমধ্যেই শেষ হয়েছে। জানা গেছে অক্টোবরের শুরু থেকেই অনলাইনের মাধ্যমে ক্লাস চালু হতে পারে একাদশ শ্রেণির। অন্যদিকে ক্ষুদে শিক্ষার্থীদেরকে বাড়তি চাপ থেকে মুক্ত রাখতে পিইসি পরীক্ষাও বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বেশ আগেই।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন