সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় প্রথমবারের মত আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই। দীর্ঘদিন ধরে তদন্তের কাজ করে আসার পর এবারই প্রথম আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তদনতকারী সংস্থাটি।
কী ছিল সিবিআই এর বিবৃতিতে?
সিবিআই এর তরফ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয় সুশান্তকে নিয়ে এখন পর্যন্ত মিডিয়ায় কোন তথ্য দেয়া হয়নি তাদের পক্ষ থেকে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত যে সকল তথ্য ঘুরে বেড়াচ্ছে তার সাথে সিবিআই এর বক্তব্যের কোন সংশ্লিষ্টতা নেই।
সিবিআই বিবৃতিতে বলে, ‘’সুশান্ত মামলায় সিবিআই। পেশাদারিত্বের সঙ্গে তদন্ত চালাচ্ছে। সিবিআই তদন্তের বিষয়ে কিছু সংবাদমাধ্যম অনুমানের ভিত্তিতে কিছু খবর প্রকাশ করেছেন। সেগুলির সঙ্গে তথ্যের কোনও সম্পর্ক নেই। তদন্ত চলাকালীন কোনও সিবিআই আধিকারিক কোনও তথ্য প্রকাশ্যে আনতে পারেন না। কোনও তথ্য সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করা হয়নি। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ সিবিআই নাম করে কোনও খবর প্রকাশ করার আগে মুখপাত্রের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করুন।‘’
অন্যদিকে সম্প্রতি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে সিবিআই এর সূত্রের বরাত দিয়ে জানানো হয় সুশান্তের মৃত্যুর ব্যাপারে এখনও খুনের কোনো তথ্য পায়নি তদন্তকারী দল। এমন খবর প্রকাশের পর নড়েচরে বসেছে সিবিআই। কেননা এমন কোনো তথ্য সিবিআই এর তরফ থেকে মিডিয়ায় প্রকাশ করা হয়নি।
সিবিআই এর এমন বিজ্ঞপ্তি প্রকাশের পর তাই নতুন করে যে প্রশ্ন সামনে আসে তা হল, সুশান্তের মৃত্যুর ঘটনায় কী তাহলে সত্যি সত্যিই জড়িত রয়েছে কেউ? প্রশ্নের সমাধান হয়ত জানা যাবে তদন্তের কাজ শেষ হলে।
প্রসঙ্গত, গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তার বাবা কে কে সিং এর করা মামলাটি প্রথমে পুলিশ তদন্ত করে জানিয়েছে সুশান্ত আত্মহত্যা করেছেন। এরপর ইডির হাত ঘুরে বর্তমানে মামলার তদন্তভার রয়েছে সিবিআই এর হাতে। মামলায় অভিযুক্তদের একে একে জিজ্ঞাসাবাদ করা ছাড়াও সন্দেহভাজন অনেককেই জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন