শিরোনাম

প্রচ্ছদ /   আগামীকাল রাজধানীর যেসব এলাকায় বন্ধ থাকছে গ্যাস

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় বন্ধ থাকছে গ্যাস

Avatar

সোমবার, আগষ্ট ৩১, ২০২০

প্রিন্ট করুন

আগামীকাল (১ সেপ্টেম্বর) রাজধানীর কিছু এলাকায় সাময়িক সময়ের জন্য গ্যাস বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (৩১ আগস্ট) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ‌্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এমন তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে গ্যাস বন্ধ থাকার ব্যাপারে আরও জানিয়েছে মঙ্গলবার রাজধানীর রামপুরা বাসস্ট্যান্ড থেকে হাইস্কুল গলি, পুরাতন পুলিশ ফাঁড়ি ও আশেপাশের গলি, অগ্নিশিখা গলি এবং আশপাশের এলাকায় দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সময়ের হিসেবে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এই দুই ঘণ্টা উক্ত এলাকায় গ্যাস বন্ধ থাকবে।

স্বল্প সময়ের এই গ্যাস বন্ধ থাকার কারন হিসেবে জানানো হয়েছে বিতরণ লাইন স্থানান্তরের কথা। গ্যাস লাইন স্থানান্তরের কারনে উক্ত এলাকায় বসবাসরত বাসিন্দাদের সাময়িক দুর্ভোগ পোহাতে হবে বলে আগেই এ ব্যাপারে ঘোষণা দেয়া হয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে। গ্যাস ট্রান্সমিশনের কাজ শেষ হলে পুনরায় সকল লাইন সচল করে দেয়া হবে বলেও জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন