শিরোনাম

প্রচ্ছদ /   এইচএসসি পরীক্ষা বাতিল নিয়ে যে সিদ্ধান্ত জানালো মন্ত্রণালয়

এইচএসসি পরীক্ষা বাতিল নিয়ে যে সিদ্ধান্ত জানালো মন্ত্রণালয়

Avatar

শুক্রবার, আগষ্ট ২৮, ২০২০

প্রিন্ট করুন

ইতোমধ্যেই বাতিল হয়ে গেছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) ও সমমানের পরীক্ষা। সাথে বাতিল করা হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও সমমানের পরীক্ষাও।

এই দুটি পরীক্ষা বাতিল হবার পর নতুন করে সামনে আসে এইচএসসি পরীক্ষা বাতিলের ব্যাপারটিও। অভিভাবকরা অপেক্ষায় ছিলেন জেএসসি পরীক্ষা বাতিলের ঘোষণার দিনই এইএচসি নিয়েও আসতে পারে নতুন কোনো সিদ্ধান্ত। তবে এ ব্যাপারে সেদিন স্পষ্ট করে কিছুই বলতে চায়নি শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে জেএসসি পরীক্ষা বাতিলের পর গুঞ্জন তৈরি হয় বাতিল হতে পারে এইচএসসি পরীক্ষাও। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সামাজিক মাধ্যমে এইএসসি পরীক্ষা বাতিল নিয়ে যখন নানা রকম জল্পনা তৈরি হয় তখন এরই প্রেক্ষিতে আজ (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এইচএসসি পরীক্ষা বাতিলের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়।

এর আগে গতকাল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেয়ার ব্যাপারে বিকল্প মূল্যায়ন পদ্ধতি নিয়ে নীতিমালা তৈরি করা হচ্ছে। করোনা পরবর্তী সময়ে কীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যায় সে বিষয় নিয়েও আলোচনা চলছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

প্রসঙ্গত, মহামারী করোনা ভাইরাসের কারনে গত মার্চ মাস থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে আটকে যায় এইচএসসি পরীক্ষা। গত এপ্রিল মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও করোনার কারনে তা হয়নি। এর আগে অবশ্য একাধিকবার জানা গিয়েছে পরীক্ষার কমপক্ষে ১৫ দিন আগে জানিয়ে দেয়া হবে কবে নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সেই হিসেবে বর্তমানে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের যে ছুটি রয়েছে তা হচ্ছে অক্টোবরের ৩ তারিখ পর্যন্ত। যদি এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর নাও বাড়ানো হয় তাহলেও এইচএসসি পরীক্ষার্থীদেরকে অপেক্ষা করতে হবে দেড় মাসেরও বেশি সময়। তাই অপেক্ষা যে দীর্ঘায়িত হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের তা আর বলার অপেক্ষা রাখে না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন