অবশেষে বাতিল হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি এবং সমমানের জেডিসি পরীক্ষা। আজ (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসি পরীক্ষাও বাতিল করা হয়েছিল।
মহামারী করোনা ভাইরাসের কারনে শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখেই জেএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন পরীক্ষা বাতিলের ব্যাপারে নিশ্চিত করে বলেন প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষা বাতিলের যে সুপারিশ পাঠানো হয়েছিল তাতে সম্মতি প্রদান করেছেন প্রধানমন্ত্রী।তবে এইচএসসি পরীক্ষা নিয়ে এখনো সিদ্ধান্ত হয় নি।
পরীক্ষা বাতিলের পর তাই সামনে নতুন করে প্রশ্ন আসে তাহলে এই পরীক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে কীভাবে? এমন প্রশ্নের জবাবে মাহবুব হোসেন জানান এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তার ভাষ্য, ‘’ এ বিষয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত হলে জানিয়ে দেয়া হবে।‘’
করোনার প্রকোপে গত মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। শেষ পর্যন্ত এই বন্ধ রাখার ঘোষণা হয়েছিল ৩১ আগস্ট পর্যন্ত। তবে আজকে আবার নতুন করে ঘোষণা করা হয় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করা হয়েছে ৩ অক্টোবর পর্যন্ত। এক্ষেত্রে অবশ্য কওমি মাদ্রাসাগুলো এই বন্ধের আওতামুক্ত থাকার কথা জানিয়েছে মন্ত্রণালয়। অর্থাৎ দেশের বাকি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা হচ্ছে কওমী মাদ্রাসা।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে কিভাবে স্বাস্থ্যবিধি মানা হবে তা নিয়েও ইতোমধ্যে প্রস্তাবনা তৈরি করা হয়ে গেছে বলেও জানা গিয়েছে। শিক্ষার্থীদের করোনা থেকে রক্ষা করতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে হাত ধোয়ার জন্য সাবান-পানির ব্যবস্থা করা এবং বিভিন্ন সচেতনতামূলক ভিডিও তৈরির কথাও জানা গিয়েছিল। যা দেখভাল করার নির্দেশনা যেতে পারে স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে।
এদিকে দেশের স্কুলগুলো বন্ধ থাকার কারনে টেলিভিশন এবং রেডিওতে ক্লাস পরিচালনা করা হচ্ছে দীর্ঘদিন ধরে। অন্যদিকে দেশের সরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে ক্লাস চলছে অনলাইনের মাধ্যমে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন