এবার অভিনব কোটিপতি অফার নিয়ে হাজির হয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ট্রাস্ট। ট্রাস্ট ব্যাংকে মাত্র পাঁচ বছরেই কোটিপতি হবার দুর্দান্ত সুযোগ রয়েছে!
ট্রাস্ট ব্যাংকের ‘ট্রাস্ট কোটিপতি’ স্কিমে প্রতি মাসে ১ লক্ষ ৩৬ হাজার টাকা করে পাঁচ বছর জমা করলেই কোটি টাকা পেয়ে যাবেন একজন গ্রাহক। কোটিপতি হবার ক্ষেত্রে অবশ্য আরও একাধিক সুযোগ রয়েছে। যেখানে মেয়াদ বৃদ্ধি করে রাখা যাবে ৭, ১০, ১২, ১৫, ১৮ এবং ২০ বছর পর্যন্ত। বছরের মেয়াদ যত বাড়বে মাসিক কিস্তির পরিমানও তত কমে আসবে।
কোনো গ্রাহক যদি এই ‘ট্রাস্ট কোটিপতি’ স্কিমের আওতায় ৭ বছরে কোটিপতি হতে চান তাহলে তাকে প্রতিমাসে কিস্তি স্বরূপ গুনতে হবে ৮৯ হাজার টাকা। ১০ বছর মেয়াদী স্কিমে প্রতি মাসে টাকা জমা করতে হবে ৫৪ হাজার করে। ১২ বছর মেয়াদে প্রতি মাসে ৪১ হাজার ৫ শ, ১৫ বছর মেয়াদে প্রতি মাসে ২৯ হাজার টাকা, ১৮ বছর মেয়াদে ২০ হাজার ৯ শ এবং বিশ বছর মেয়াদে একজন গ্রাহককে কোটিপতি হতে হলে প্রতি মাসে জমা করতে হবে ১৭ হাজার টাকা।
‘ট্রস্ট কোটিপতি’ স্কিম সম্পর্কে ব্যাংকটির প্রিন্সিপাল অফিসার তরিকুল ইসলাম তিনি জানান, ‘ট্রাস্ট কোটিপতি’ সঞ্চয় স্কিমের আওতায় প্রতিমাসে একজন গ্রাহক ১৭ হাজার টাকা করে ২০ বছর টাকা জমা করলে বনে যাবেন কোটিপতি।
ব্যাংকের অন্যান্য স্কিম সম্পর্কে জানাতে গিয়ে তরিকুল ইসলাম আরও বলেন, ‘’ট্রাস্ট ব্যাংকের আরও কয়েকটি আকর্ষণীয় স্কিম রয়েছে। এরমধ্যে ‘ট্রাস্ট ঝিনুক’ স্কিমটি বেশ লাভজনক। এই স্কিমটি আনা হয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। মাসিক ১’শ থেকে ৫ হাজার টাকা জমা করার সুযোগ থাকা এ স্কিমের মেয়াদ ২, ৩, ৪, ৫, ৭ ও ১০ বছর।‘’
‘ট্রাস্ট ঝিনুক’ স্কিম সম্পর্কে আরও জানা যায়, এই স্কিমে যে গ্রাহক (শিক্ষার্থী) টাকা রাখবেন তিনি ‘ট্রাস্ট পড়ুয়া’ হিসেবে বিবেচিত হবেন। এই স্কিমে প্রতি মাসে ১০০ টাকা করে জমা রাখলে দুই বছর শেষে গ্রাহক পাবেন ২ হাজার ৭০৭ টাকা। একই পরিমাণ টাকা প্রতি মাসে রাখলে ৩ বছর পর ৪ হাজার ৩০৯ টাকা, ৪ বছর পর ৬ হাজার ১০৩ টাকা, পাঁচ বছর পর ৮ হাজার ১১২ টাকা, সাত বছর পর ১২ হাজার ১৮৩ টাকা এবং দশবছর পর একজন গ্রাহক পাবেন ২২ হাজার ৪১১ টাকা।
এছাড়া এই স্কিমের আওতায় প্রতি মাসে ৫ হাজার টাকা করে জমালে দুই বছর শেষে ১ লাখ ৩৫ হাজার ৩৪০ টাকা, তিন বছরে ২ লাখ ১৫ হাজার ৪২৬ টাকা, চার বছরে ৩ লাখ ৫ হাজার ১২৭ টাকা, পাঁচ বছরে ৪ লাখ ৫ হাজার ৫৯৭ টাকা, সাত বছরে ৬ লাখ ৪৪ হাজার ১৭২ টাকা এবং দশ বছরে একজন গ্রাহক পেতে পারেন ১১ লাখ ২০ হাজার ৫৭৫ টাকা।
এছাড়াও ব্যাংকটির রয়েছে- ট্রাস্ট স্মার্ট সেভারস স্কিম, ট্রাস্ট অ্যাস্যুরেন্স ডিপোজিট স্কিম, ট্রাস্ট ইকো সেভিংস স্কিম, ট্রাস্ট স্থায়ী আমানত, নারীদের জন্য ট্রাস্ট সৃষ্টি, ট্রাস্ট প্রিভিলেজ এবং ট্রাস্ট ডাবল মানি স্কিম।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন