শিরোনাম

প্রচ্ছদ /   ঈদের আগে করোনা মোকাবেলায় এল নতুন সুখবর

ঈদের আগে করোনা মোকাবেলায় এল নতুন সুখবর

Avatar

বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২০

প্রিন্ট করুন

মহামারী করোনা ভাইরাসে নাকাল গোটা বিশ্ব। বছরের শুরুর দিকে ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার পর এখনও দাপট দেখাচ্ছে কোভিড-১৯। ইউরোপ-আমেরিকা থেকে শুরু করে এশিয়া কোনো অঞ্চলই রক্ষা পায়নি এই মহামারী থেকে।

মানব জাতির এমন মহ বিপর্যয়ে ভ্যাকসিনই আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হবে এমন আশায় বুক বাধছেন সবাই। অবশ্য সেখানে আলোর দেখা মিলেছে অক্সফোর্ডের ভ্যাকসিনে। এছাড়া আরও বেশ কয়েকটি ভ্যাকসিন আবিষ্কারক প্রতিষ্ঠান বিভিন্ন ধাপের ট্রায়ালে রয়েছে। তবে সবাইকে ছাপিয়ে গেছে অক্সফোর্ডের ভ্যাকসিনই।

করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বেশ এগিয়ে ছিল শুরুর দিকেই। অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে তাই গোটা বিশ্বই আশাবাদী ছিল। ইতোমধ্যে সীমিত সংখ্যক মানুষের দেহে প্রয়োগ শেষে ভ্যাকসিনটি প্রয়োগ শুরু হয়েছে বৃহৎ পরিসরে।

এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে ভ্যাকসিন আবিষ্কার ও উৎপাদনের সঙ্গী হয়ে রয়েছে ব্রিটেনের সবচেয়ে দামি কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সরিওট জানিয়েছেন ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ এখন পর্যন্ত ঠিক রয়েছে। তার ভাষ্য, ‘’ভ্যাকসিন তৈরির কাজ ভালোমতই চলছে। আমাদের কাছে এখন পর্যন্ত ভালো ডেটা এসেছে। আমাদের ক্লিনিক্যাল প্রোগ্রামে কার্যকারিতা দেখাতে হবে। এখন পর্যন্ত সবকিছুই ঠিক আছে।‘’

ইতোমধ্যে করোনা ভাইরাসের এই টিকা ২০০ কোটি ডোজ উৎপাদনের জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি করেছে কোম্পানিটি। চলতি বছরের শেষের দিকে ভ্যাকসিনটিকে পুরোপুরি অনুমোদন দেয়া হবে বলেও জানা গেছে।

ব্রিটেনের অন্যতম সফল এই কোম্পানিটি ইতোমধ্যেই তাদের বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে কয়েক গুণ। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের খবরে তাদের কোম্পানির পেছনে মোটা অঙ্কের টাকাও ইনভেস্ট করছেন অনেকেই। ফলে তাদের শেয়ারও বিক্রি হচ্ছে চড়া মূল্যে। গত তিন মাসে তাদের কোম্পানি ৬ দশমিক শুন্য ৫ বিলিয়ন ডলারের পন্য বিক্রি করেছে। যেখানে ক্যানসারের বিভিন্ন নতুন ঔষধ সহ রয়েছে হার্ট ও ডায়াবেটিসের ঔষধও। টানা দুই বছরে অ্যাস্ট্রাজেনেকার প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বাড়তে চলেছে এই করোনা ভ্যাকসিন আবিষ্কারের খবরে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন