গত ২৪ ঘণ্টায় চারটি অঞ্চল বাদে সারাদেশে বৃষ্টিপাত হয়েছে। অধিকাংশ জায়গাতেই হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। তবে কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিও হয়েছে। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী দুদিনের মধ্যে কিছুটা কমতে পারে। তবে তার পরবর্তী পাঁচদিনের শেষের দিকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। তারা বলছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়্যানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
ঝলমলে রোদের ঝলকানির সাথে তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে খানিকটা। গত সপ্তাহে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে জন জীবন। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাও দেখা গিয়েছে বৃষ্টির কারনে।
ফলে নতুন করে দুর্ভোগে পড়তে হয়েছে নদীর তীরবর্তী অঞ্চলের মানুষদের। শুধু নদীর তীরবর্তী অঞ্চলেই নয় বৃষ্টির জলে দুর্ভোগে পড়তে হয়েছে রাজধানীবাসিকেও। জলাবদ্ধতায় নতুন দুর্ভোগ তাই এই বৃষ্টি।
এদিকে আগস্ট মাসের ১ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আযহা। ঈদের দিনের আবহাওয়ার খবরে জানা গেছে নতুন তথ্য। আজ ৩০ জুলাই বৃষ্টি হবার সম্ভাবনা প্রবল রয়েছে। তবে ১ আগস্ট অর্থাৎ ঈদের দিন কিছুটা কমে আসবে বৃষ্টির প্রকোপ। তাই ঈদের দিন কিছুটা হলেও স্বস্তিতে থাকবে দেশবাসী। তবে এরপর আবারও বৃষ্টি বাড়ে পারে ২ ও ৩ আগস্ট।
ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে ইদের দিন বৃষ্টি কিছুটা কম হলেও দেশের উত্তর-পুর্বাঞ্চলে এবং কক্সবাজার-চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সকল অঞ্চলে আবহাওয়া কিছুটা বিরূপ প্রভাব ফেললেও দেশের অন্যান্য অঞ্চলে স্বাভাবিকই থাকবে আবহাওয়া এমনটা জানিয়েছেন আবহাওয়াবিদ আফতাব উদ্দিন।
আফতাব উদ্দিন বলেন,
ঈদের দিন দেশের কিছু জেলায় বৃষ্টির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘’ ঈদের দিন উপরের (উত্তর-পূর্বাঞ্চল) দিকে বৃষ্টি থাকবে একটু বেশি। বিশেষ করে রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট – এসব অঞ্চলে। এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, হালকা হতে পারে।‘’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন