শিরোনাম

প্রচ্ছদ /   আসছে ঘূর্ণিঝড় ভয়াবহ সতর্ক সংকেত দিল আবহাওয়া অফিস

আসছে ঘূর্ণিঝড় ভয়াবহ সতর্ক সংকেত দিল আবহাওয়া অফিস

Avatar

সোমবার, জুলাই ২৭, ২০২০

প্রিন্ট করুন

২০২০ সাল, মানব ইতিহাসে সবথেকে হুমকির বছর হিসেবে ইতমধ্যে চিহ্নিত হয়ে গেছে । একদিনে যখন করোনার ভ্যাক্সিন আবিষ্কার নিয়ে পৃথিবী ব্যাস্ত ঠিক তখনি বিশ্বজুড়ে আরেকটি দুঃসংবাদের ঘনঘটা। করোনার মধ্যেই ধেয়ে আসছে প্ররথিবীর সবথেকে বড় ঘূর্ণিঝড় ডগলাস।

এর শক্তি কতটা তীব্র হতে পারে এখনি আন্দাজ করা মুশকিল হয়ে উঠছে।করোনায় যখন একের পর মৃত্যুর ঘটনা ঘটছে ঠিক তখনি এমন ভয়াবহ ঘূর্ণঝড়ের আশংকা যেন মানুষকে অথৈ সমুদ্রে ঠেলে দেয়ার মতো।

মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এক ঘূর্ণিঝড়। ক্যাটাগরি তিন মাত্রার সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস স্থানীয় সময় শনিবার রাতে বা রবিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে। খবর সিএনএন এর।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ডগলাস ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৩ কিলোমিটার/ঘণ্টা) গতিবেগে প্রবাহিত হচ্ছে এবং কেন্দ্র থেকে অন্তত ২৫ মাইল বিস্তৃত হয়ে এগোচ্ছে। উপকূলে আঘাত হানার সময়ে শক্তিশালী ঝড়ো হাওয়া, ভয়ঙ্কর ঢেউ এবং ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় ডগলাস এই মুহূর্তে হিলো দ্বীপ থেকে ৮৯৫ মাইল পূর্ব-দক্ষিণপূর্বে রয়েছে এবং সেটি সোজাসুজি হাওয়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, যাত্রাপথে শীতল পানি ও উষ্ণ বাতাসের সংস্পর্শে আসায় ঝড়টির শক্তি কমতে শুরু করেছে।

সাধারণত প্রতিঘণ্টায় ১১১ থেকে ১২৯ মাইল বা তারও বেশি গতিবেগ সম্পন্ন ঝড়কে ক্যাটাগরি ৩ হিসেবে ধরা হয়। আশা করা হচ্ছে, ভূপৃষ্ঠে আঘাত হানার সময় গতি কমে ক্যাটাগরি ১-এ, অর্থাৎ ৭৪ থেকে ৯৫ মাইল বেগে আসবে ডগলাস।

হনোলুলুর সেন্ট্রাল প্যাসিফিক হারিকেন সেন্টার জানিয়েছে, শুক্রবারে ঘূর্ণিঝড় ডগলাস ক্যাটাগরি-৪ এ পরিণত হয়েছিল তবে দিন শেষে তা ক্যাটাগরি-৩ এ নেমে আসে। আঘাত হানার সময়ে এটির স্তর আরো নেমে আসবে।

ঘূর্ণিঝড় ডগলাসকে কেন্দ্র করে বিশ্বের সকল দেশের আবহাওয়া অফিস গুলো কড়া সতর্ক অবস্থানে রয়েছে। যেকোন ধরনের বিপদের মোকাবিলা করতে তারা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন