শিরোনাম

প্রচ্ছদ /   অনলাইনে প্রতারণা মাত্র দুই মাসেই ৫-৬ কোটি টাকা

অনলাইনে প্রতারণা মাত্র দুই মাসেই ৫-৬ কোটি টাকা

Avatar

বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২০

প্রিন্ট করুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রতারনা করা একটি দল সম্প্রতি আটক হয়েছে। তাদের প্রতারনার ধরন এতটাই সূক্ষ্ম ছিল যে শুনলে মনে হবে কনো বিদেশি সিনেমার কাহিনি! জানা যায় বনশ্রীর এক নারীর কাছে প্রথমে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায় প্রতারক চক্রের এক সদস্য। প্রতারকের প্রোফাইলে এক বিদেশি যুবকের ছবি দেয়। ঠিকানা হিসেবে দেয়া ছিল লস এঞ্জেলস। এরপর মেসেজের মাধ্যমেই আলাপ শুরু করে সেই নারীর সাথে। এভাবে কয়েকদিন চলার পর ঐ নারীর সাথে বন্ধুত্ব করতে চায় বলে জানায় সেই প্রতারক। তার (প্রতারক) কোনো বন্ধু নেই বলে ওই নারীকে জানিয়ে সে বলে এখন অনেক বড় বিজনেস ম্যান কিন্তু তার কোনো বন্ধু নেই। এরপর সেই প্রতারক জানায় সে এখন শপিংমলে যাচ্ছে। কারন জানতে চাইলে সে জবাব দেয় এটা সারপ্রাইজ হিসেবে রইল।

এরপর ঘটনা আরও এগিয়ে যেতে থাকে। শপিংমলে গিয়ে বেশ কিছু দামি গিফটের ছবি তুলে সে বনশ্রীর নারীকে পাঠায়। শুধু তাই নয় ডায়মন্ড এবং সোনার অলঙ্কারের ছবিও সে পাঠায় ওই নারীকে। শুধু ছবিই পাঠায়নি সেই নারীকে জানিয়ে দেয় যে এই গিফটগুলো সে পার্সেল করে পাঠিয়ে দিয়েছে। যার আনুমানিক মূল্য হিসেবে বলা হয় ৫০ লক্ষ টাকা।

তবে প্রতারণার মূল ধাপ শুরু হয় এরপর। দুইদিন পর ঐ নারীর কাছে একটি ফোন আসে। ফোনে বলা হয় তার নামে একটি পার্সেল এসেছে যেটা ছাড়াতে ২৫ হাজার টাকা লাগবে। এরপর আবার সেখান থেকে ফোন করে বলা হয় একটা ঝামেলা হয়ে গেছে এখন আবার ৩০ হাজার টাকা লাগবে। কথামত এবারও ৩০ হাজার টাকাও সেই নারী পাঠিয়ে দেয়। তারপর আবারও বলা হয় পার্সেলের ভেতর প্রচুর ডলার পাওয়া গিয়েছে। এগুলো নিতে হলে ২ লাখ টকা দিতে হবে।

এরকম দফায় দফায় ৬ লক্ষ টাকা হাতিয়ে নেয়া হয় সেই নারীর কাছ থেকে। যতক্ষণে ঘটনা টের পায় তখন দেরি হয়েছে অনেক। গোপনে গয়না বিক্রি করে স্বামীকে না জানিয়ে ঐ নারী টাকা দিয়েছিল সেই প্রতারককে। এক সময় হতাশায় আত্মহত্যাও করতে চেয়েছিল সেই নারী।

এদিকে সিআইডির পক্ষ থেকে জানিয়েছে এসব প্রতারণার পেছনে রয়েছে অসংখ্য আফ্রিকান যুবক। এদের মধ্যে থেকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। গত দুই মাসে তারা হাতিয়ে নিয়েছে ৫-৬ কোটি টাকা। নাইজেরিয়ার ১২ নাগরিক হলেন নান্দিকা ক্লিনেন্ট চেকেঙ্গো, ক্লিটাস অ্যাচোনা, ওনেকুলভে থিমিটি চিনঙ্গে, একিনি উইজডম, চিগোজি, ইভান্ডে গ্রেব্রিল ওভিনা, চেলেসটিন পেট্রিক ওভিয়াজুলো, মরডি নামডি কলনিস, অরদু চোকুদ সামি, দুভোকং সোমাইনা, জিরিন প্রেসাস একিনি ও নউগক উইজডম চিকাডো।

গতকাল (২২ জুলাই) দুপুরে সিআইডি দপ্তরে প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার জানান ‘’প্রতারিত হয়ে এক ব্যক্তি সিআইডিতে অভিযোগ করেন। এ সূত্র ধরেই তাঁদের গ্রে’প্তার করা হয়। তারা অভিনব কায়দায় ওই ব্যক্তির সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব করেন। একপর্যায়ে ক্যাথরিন কুলেন সুফিয়া নামের একটি মেসেঞ্জার আইডি থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসহ পার্সেল উপহার দেওয়ার প্রস্তাব দেন তাঁকে। পরবর্তী সময়ে এসব মূল্যবান সামগ্রীর এয়ারলাইনস বুকিংয়ের প্রমাণ পাঠান। এরপর এসব গিফট বক্সে কয়েক মিলিয়ন ডলারের মূল্যবান সামগ্রী রয়েছে বলে তাঁরা তাঁকে জানান। তাঁকে চট্টগ্রাম কাস্টমস গুদাম থেকে রিসিভ করতে বলা হয়।সেখান থেকে পাঠানো গিফটি গ্রহণ না করলে আইনি জটিলতার ভয়ও দেখান হয় সেই নারিকে। এভাবেই ৫-৬ কোটি টাকা হাতিয়ে নেয় তারা।‘’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন