আসন্ন ইদুল আযহা উপলক্ষ্যে উৎসব ভাতা পেতে যাচ্ছেন এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক এবং কর্মচারিরা। এ সম্পর্কিত একটি আদেশও ইতমধ্যে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি সূত্র এমন খবর জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে ইদুল আযহা উপলক্ষ্যে শিক্ষক এবং কর্মচারীদেরকে উৎসব ভাতা প্রদানের জন্য একটি প্রস্তাব আসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে। সেই প্রস্তাব আমলে নিয়ে প্রস্তাবটি অনুমোদনও দিয়েছে মন্ত্রণালয়।
শিক্ষক এবং কর্মচারীদের হাতে এই টাকা পৌঁছে দেয়া হবে কোন প্রক্রিয়ার মাধ্যমে? এমনটা জানাতে গিয়ে সূত্রটি বলেছে অধিদপ্তর থেকে চেক এখন পাঠানো হবে ব্যাংকগুলোতে। অন্যদিকে এই ভাতার টাকার পরিমানের ব্যাপারেও বিস্তারিত জানা গেছে।
এমপিওভুক্ত শিক্ষকরা বিধি অনুযায়ী ২৫ শতাংশ এবং ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন। আগস্ট মাসের ১ তারিখ উদযাপিত হতে যাচ্ছে ইদুল আযহা ইতোমধ্যে তা নিশ্চিত হওয়া গিয়েছে। তাই জুলাই মাসের বেতন অনুযায়ীই এই ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা।
এদিকে এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে অনুদান হিসেবে মোটা অঙ্কের টাকা দেয়া হবে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে। যেখানে ৩০০ টি স্কুল-কলেজে ৩০০ শিক্ষক এবং ৮ হাজার শিক্ষার্থীকে ওই অনুদানের টাকা প্রদান করা হয়েছে। যেখানে সরকারের সর্বমোট ব্যয় হয়েছিল ৬ কোটি টাকা।
উল্লেখ্য, করোনার এই মহামারীতে গত মার্চের মাঝামাঝি সময় থেকেই বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। ফলে শিক্ষার্থীদের পাশাপাশি বিপাকে পড়তে হয়েছে শিক্ষক-কর্মচারিদেরকেও। সরকারী কিংবা আধা সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিছুটা স্বস্তিতে থাকলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা পড়েছেন মস্ত বড় বিপদে। করোনার শুরুর দিকে প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও বেতন পেলে সেটাও ইতোমধ্যে হয়ে গেছে বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠান না খুললে যে এই সঙ্কট থেকেই যাবে তা বলাই যায়। তাই কবে নাগাদ এই করোনার সঙ্কট দূর হয় সেদিকেই চেয়ে আছেন সবাই।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন